সুস্মিতা মণ্ডল, কাকদ্বীপ : আসন্ন গঙ্গাসাগর মেলার তোড়জোড় শুরু হয়ে গেল। কাকদ্বীপের লট নম্বর আটে মুড়িগঙ্গা নদীতে পুরোদমে চলছে ড্রেজিং (Dredging)। পলি কাটার কাজ শুরু হওয়ায় স্বস্তি সাগরের বাসিন্দাদের। কারণ ভাটার সময় দীর্ঘক্ষণ ভেসেল চলাচল বন্ধ রাখতে হবে না।
আরও পড়ুন-Kolkata Bookfair: বইমেলার থিম এবার বাংলাদেশ
আগামীতে দুর্ভোগ কিছুটা হলেও কমবে বলে অনুমান। আগামী সাগরমেলার জন্য এই ড্রেজিং শুরু হয়েছে। শেষ করতে হবে জানুয়ারির প্রথম সপ্তাহে। গঙ্গাসাগরে যাওয়ার পথে মুড়িগঙ্গা নদীতে প্রচুর পরিমাণ পলি জমে। বছরভর কাকদ্বীপের লট নম্বর আট থেকে সাগরদ্বীপের কচুবেড়িয়াতে পারাপারের ক্ষেত্রে দুর্ভোগ পোহাতে হয় নিত্যযাত্রী থেকে তীর্থযাত্রীদের।
ভাটার সময়ে নাব্যতা কমে যাওয়ায় কখনও কখনও মুড়িগঙ্গায় ৬-৭ ঘণ্টা বন্ধ রাখতে হয় ভেসেল সার্ভিস। সাগরদ্বীপের বাসিন্দারা দুর্ভোগে পড়েন। গঙ্গাসাগরে আসা পুণ্যার্থীরাও আটকে পড়েন নদীর দু’প্রান্তের জেটিঘাটে। তবে রাজ্য সরকার নদীর নাব্যতা বজায় রাখতে ২০১৮ সাল থেকে বছরভর ধারাবাহিক ড্রেজিংয়ের সিদ্ধান্ত নিয়েছে।
আরও পড়ুন-Paddy cultivation: ধানের সহায়ক মূল্য বাড়াল সরকার
সেইমতো কাজও হয়। কিন্তু এই নদীর পলি পড়ার পরিমাণ বর্তমানে বৃদ্ধি পেয়েছে। ফলে ভাটার সময় খালি চোখে চড়া দেখা যায়। এই নদীর যাতায়াতের ওপর মেলা পরিচালনা নির্ভর করে। জেলা প্রশাসন এর জন্য বিশেষ জোর দিয়েছে।
জেলাশাসক পি উলগানাথন মেলা নিয়ে প্রস্তুতি বৈঠকে ড্রেজিংয়ের ওপর বিশেষ জোর দিয়েছেন। কোভিড পরিস্থিতি স্বাভাবিক হওয়ার কারণে আগামী গঙ্গাসাগর মেলাতে লক্ষ লক্ষ পুণ্যার্থীর সমাগম হতে পারে বলে অনুমান।