প্রতিবেদন : আপনারা আশীর্বাদ করলে আগামী ১০ বছরে ১০ হাজার কোটি টাকার কাজ হবে ডায়মন্ড হারবারে। এটা আমার গ্যারান্টি। ডায়মন্ড হারবার মডেল বিশ্ববন্দিত হবে। কারণ, আপনাদের আশীর্বাদ নিয়ে সাংসদ হওয়ার পর ডায়মন্ড হারবারে যে কাজ আমরা করেছি, আগামী দিনে দেশে এবং দেশের বাইরেও অনুসরণ করা হবে। রবিবার সাতগাছিয়ার জনসভা থেকে বললেন ডায়মন্ড হারবারের সাংসদ ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এদিন ডায়মন্ড হারবারের কাজের খতিয়ান তুলে ধরে অভিষেক বলেন, গত পাঁচ বছরে ৫,৫৮০ কোটি টাকার কাজ হয়েছে। এক বছরে ৫,৫৮০ কোটি টাকার কাজ। এক মাসে ৪৬ কোটি ৫৮ লক্ষ টাকার কাজ। একদিনে ১ কোটি ৫৫ লক্ষ টাকার কাজ। এক ঘণ্টায় ৬ লক্ষ টাকার কাজ। এরপরই অভিষেক বলেন, মানুষ যদি সাত-আট ঘণ্টাও ঘুমোয় বছরের হিসেব অনুযায়ী ২৯,২০০ ঘণ্টা ঘুমোতে পারে। সেই অনুযায়ী কংগ্রেস, সিপিএম, বিজেপি যখন ঘুমিয়ে আছে তখনও ১,৮৫৪ কোটি টাকার কাজ হয়েছে। ৭৭ জন বৃদ্ধ মানুষ আর্থিক সাহায্য পাচ্ছেন। আমি কথা দিলে কথা রাখি। এটাই ডায়মন্ড হারবার মডেল। ১০০ শতাংশ কভারেজ।
আরও পড়ুন- চাকরিহারাদের অবস্থান-বিক্ষোভ শুরু
এই গরমে সাত দফায় ভোট। ২০২১-এও কোভিডের মধ্যে আট দফায় নির্বাচন করেছিল কেন্দ্রীয় বাহিনী দিয়ে। আমি বলছি, বুথের বাইরে দুটোর জায়গায় পাঁচটা করে কেন্দ্রীয় বাহিনী দিন তাতে তৃণমূলের ব্যবধান বাড়বে। আর ওরা তিন নম্বরেই থাকবে। মানুষকে অপমান করা, দুর্বল ভাবা ঠিক নয়। অভিষেকের সংযোজন, আগে দু’দফায় সার্জিক্যাল স্ট্রাইক হয়েছে। এবার ডায়মন্ড হারবারে সামনে থেকে সার্জিক্যাল স্ট্রাইক হবে। ২০০-তে গাড়ি আটকে যাবে। আগামী ৪ জুন পরিবর্তনের সরকার হবে দেশে। সেখানে তৃণমূল অগ্রণী ভূমিকা নেবে। দেশ জুড়ে স্টুডেন্ট ক্রেডিট কার্ড ও ১০ লক্ষ টাকার ঋণের ব্যবস্থা করবে সেই সরকার। ডায়মন্ড হারবারবাসীর উদ্দেশে তাঁর (Abhishek Banerjee) আবেদন, আমি ৪১টি কেন্দ্রে তৃণমূলের সৈনিক হয়ে হয়ে লড়াই করছি। ডায়মন্ড হারবারে আমি ভোট চাইতে আসিনি। নিজের পরিবারের কাছে কেউ ভোট চায় না। আপনাদের আশীর্বাদ নিয়েই পথ চলবে। আগামী ১ জুন এমন ভাবে ভোট দিন যাতে বাকিরা চোখে সরষে ফুল দেখে। এদিন কোভিডের সময় ডায়মন্ড হারবারে মানুষের পাশে থাকা ও তাঁদের দেওয়া বিভিন্ন পরিষেবার কথাও তুলে ধরেন।