প্রচন্ড গরম। গত ৫০ বছরের রেকর্ড কলকাতার-সহ দক্ষিণবঙ্গের তাপমাত্রার পারদ। এর মধ্যে CESC-র এলাকায় মাঝেমধ্যেই বিদ্যুৎ বিভ্রাট হচ্ছে। এই নিয়ে সোমবার সংস্থার আধিকারিকদের সঙ্গে বৈঠকে তীব্র ভর্ৎসনা করলেন বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস (Aroop Biswas)। এদিন বিদ্যুৎ উন্নয়ন ভবনে CESC-র উচ্চপদস্থ আধিকারিক- MD, ED(Dist), ED(Tech), ED(Supply) ও বিদ্যুৎসচিব শান্তনু বসুকে নিয়ে এক জরুরি বৈঠক করেন বিদ্যুৎমন্ত্রী। তীব্র দহনে সাধারণ মানুষের যাতে বিদ্যুৎ পরিষেবার ক্ষেত্রে কোনও অসুবিধা না হয় সেদিকে দ্রুততার সঙ্গে নজর দিতে বৈঠকে নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন- হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে প্যালেস্তাইনের পতাকা! বিক্ষোভের জেরে গ্রেফতার ৯০০
তীব্র দহন। দক্ষিণবঙ্গে তাপমাত্রার পারদ ঘোরাফেরা করছে ৪১˚ থেকে ৪৪˚ ডিগ্রির মধ্যে। এই অবস্থায় CESC এলাকায় বিক্ষিপ্ত বিদ্যুৎ বিভ্রাটের খবর মিলছে। এই নিয়ে এদিনের বৈঠকে সংস্থাকে তীব্র ভর্ৎসনা করেন বিদ্যুৎমন্ত্রী। বিদ্যুৎ বিভ্রাটের জন্যে কাউকে যেন কষ্ট পেতে না হয় তা দেখতে বলে অরূপ (Aroop Biswas)। একই সঙ্গে CESC কর্তৃপক্ষকে আরও দ্রুত পরিষেবা পৌঁছে দেওয়ার নির্দেশ দেন তিনি। ‘টেকনিক্যাল ফল্ট’ হলে, CESC-র কাছে যে ১০০টি জেনারেটর রয়েছে তা দিয়ে দ্রুত বিদ্যুৎ পরিষেবা চালু করতে হবে। সেই সঙ্গে CESC-কে আরও ম্যানপাওয়ার ও মোবাইল ভ্যান বাড়ানোর নির্দেশ দেন বিদ্যুৎমন্ত্রী। তীব্র গরমে সাধারণ মানুষের যাতে বিদ্যুৎ পরিষেবার ক্ষেত্রে কোনও অসুবিধা না হয় সেদিকে দ্রুত নজর দিতেও নির্দেশ দিয়েছেন তিনি।