প্রতিবেদন : সুবর্ণজয়ন্তী বর্ষে যুব এশিয়ান কাপে চ্যাম্পিয়ন ভারতীয় দলের ফুটবলারদের সম্মান জানাল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। সাব্বির আলি, প্রসূন বন্দ্যোপাধ্যায়, প্রশান্ত মিত্রদের ভারত ৩০ এপ্রিল ১৯৭৪ সালে ব্যাংককে ইরানের সঙ্গে যুগ্মভাবে যুব এশিয়ান কাপ জিতেছিল। সাফল্যের পঞ্চাশ বছর পূর্তিতে মঙ্গলবার শহরের একটি পাঁচতারা হোটেলে সেই দলের সদস্যদের সংবর্ধনা দিল এআইএফএফ। ফেডারেশন সভাপতির সঙ্গে ছিলেন আইএফএ সভাপতি অজিত বন্দ্যোপাধ্যায়, চেয়ারম্যান সুব্রত দত্ত, সচিব অনির্বাণ দত্ত-সহ অনেকেই। এই অনুষ্ঠানেই ফেডারেশনের কাছে সাব্বির আলি প্রস্তাব দেন ভারতীয় ফুটবলের দলিল হিসেবে একটি সংগ্রহশালা করার। ফেডারেশন সভাপতি প্রস্তাবে রাজি।
আরও পড়ুন-শত্রুঘ্নর রোড শোয়ে মানুষের ঢল
এআইএফএফ সূত্রে খবর, কলকাতাতেই ফুটবল সংগ্রহশালা হওয়ার সম্ভাবনা প্রবল। মে মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে ভারতীয় ফুটবলের ইতিহাস নিয়ে তথ্য সংগ্রহের কাজ শুরু হবে। পরিসংখ্যানবিদ গৌতম রায় আছেন ফেডারেশনের ফুটবল ইতিহাস ও পরিসংখ্যান কমিটিতে। তিনি তথ্য দিয়ে সাহায্য করবেন। গৌতমবাবু বলেছেন, ‘‘১৯৪৮ থেকে ২০২৪ পর্যন্ত ভারতীয় ও ক্লাব ফুটবলের সমস্ত ম্যাচের সব তথ্য আমি দেব। ম্যাচের ফলাফল, কারা কোন ম্যাচে প্রতিনিধিত্ব করেছে, গোলের ইতিহাস, নির্ভুল তথ্য দিয়েই সাহায্য করব। ৭৫-এর শিল্ড ফাইনালে ইস্টবেঙ্গলের পাঁচ গোলের ম্যাচের কমেন্ট্রিও থাকবে ফেডারেশনের সংগ্রহশালায়।’’ সাব্বির আলি বলছিলেন, ‘‘ফুটবল বিশ্বে অনেক দেশেই ফেডারেশনের নিজস্ব সংগ্রহশালা রয়েছে। আছে লাইব্রেরিও। আমাদের এখানেও রয়েছে সংরক্ষণের প্রয়োজনীয়তা।’’