সংবাদদাতা, হাওড়া : আমতায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিশাল জনসভার পর আক্রান্ত হলেন হাওড়া জেলা (গ্রামীণ) তৃণমূল সভাপতি ও বিধায়ক রাজা সেন। তাঁকে বাঁচাতে গিয়ে প্রহৃত দেহরক্ষী রাজকুমার মাঝি। রাজকুমারের মাথায় তিনটি সেলাই হয়েছে। বাগনানের এক নার্সিংহোমে আইসিইউতে ভর্তি রাজকুমার। বাগনান কেন্দ্র যুব তৃণমূল সভাপতি বিশ্বজিৎ পাল-সহ ১১ জন তৃণমূলকর্মী আক্রান্ত। রাত ৮টা নাগাদ বাগনানের কলেজ মোড়ে এক চায়ের দোকানে আড্ডা দিচ্ছিলেন তৃণমূল কর্মীরা। সেইসময় সিপিএম-আশ্রিত সশস্ত্র দুষ্কৃতীরা হামলা চালায়।
আরও পড়ুন-চাই শ্রমিকের অধিকার, মে দিবসে বন্ধ সোনাগাছি
খবর পেয়ে তৃণমূল যুবনেতা বিশ্বজিৎ পাল গেলে তাঁর ওপরও হামলাকারীরা লাঠি, রড, চেন ও বাঁশ নিয়ে চড়াও হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন হাওড়া জেলা (গ্রামীণ) তৃণমূল সভাপতি ও বিধায়ক রাজা সেন। দুষ্কৃতীরা রাজার ওপরেও হামলা চালালে দেহরক্ষী রাজকুমার বাধা দেন। হামলাকারীরা মেরে তাঁর মাথা ফাটিয়ে দেয়। স্থানীয়রা রুখে দাঁড়ালে হামলাকারীরা পালায়। একজনকে ধরে পুলিশের হাতে তুলে দেয় এলাকাবাসী। রাজা বলেন, ‘‘স্থানীয় খালোড় পঞ্চায়েতে সিপিএমের এক সদস্যের নেতৃত্বে সশস্ত্র দুষ্কৃতীরা হামলা চালায়। আমাকেও আক্রমণ করে। আমার দেহরক্ষী বাঁচাতে গিয়ে বেদম প্রহৃত হয়ে আইসিইউতে চিকিৎসাধীন।’’