বুধবার সাতসকালে একাধিক স্কুলে বোমাতঙ্ক (bomb threat)। এল উড়ো ইমেল। ইমেলে লেখা, কিছুক্ষণের মধ্যেই একের পর এক বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হবে স্কুলগুলি। খবর পাওয়া মাত্রই বন্ধ করে দেওয়া হয় স্কুল। পড়ুয়াদের বাড়িতে ফেরত পাঠিয়ে দেওয়া হয়। একটি স্কুলে টের মধ্যে পরীক্ষা চলছিল, সেই পরীক্ষাও থামিয়ে দেওয়া হয়েছে। বুধবার ভোরে দিল্লির কমপক্ষে ৬০টি স্কুলে বোমাতঙ্ক ছড়িয়ে। ভোর ৬ টায় প্রথম মেল আসে ডিপিএস দ্বারকায়। এরপর চাণক্য়পুরীর সংস্কৃতি স্কুল, ময়ূর বিহারের মাদার মেরি স্কুল, নয়ডা দিল্লি পাবলিক স্কুল, পুষ্প বিহারের অ্য়ামিটি স্কুল, ডিএভি স্কুলে উড়ো ইমেল আসে। ইমেল পেতেই স্কুল কর্তৃপক্ষের তরফে পুলিশে খবর দেওয়া হয়।
পুলিশের সহযোগিতায় খুব দ্রুত স্কুল খালি করে দেওয়া হয়। স্কুলগুলিতে পাঠানো হয় বম্ব স্কোয়াড, দমকল। তল্লাশি জারি রয়েছে। তবে শেষ পাওয়া খবর অনুযায়ী সন্দেহভাজন কিছু পাওয়া যায়নি। জন্য গিয়েছে, প্রতিটি স্কুলে মেলের মাধ্যমে হুমকি এসেছে। ওই ইমেলগুলির আইপি অ্যাড্রেস ট্রাক করে জানা গিয়েছে, সেটি ভারতের বাইরের। দিল্লি পুলিশ যদিও মনে করছে ভিপিএন ব্যবহার করে হয়তো ইমেল পাঠানো হয়েছে, তাই সঠিকভাবে লোকেশন ট্রাক করা সম্ভব হচ্ছে না।