বুধবার বিকেলে রতুয়া থানা (Ratua Police station) এলাকার অন্তর্গত মহানন্দা টোলার বলরামপুরে নিমেষের মধ্যে পুড়ে খাঁক হয়ে গিয়েছে অন্তত শতাধিক বাড়ি। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, আগুনে পুড়ে মৃত্য়ু হয়েছে এক মহিলার। আহতের সংখ্যা কমপক্ষে ৩০। আহতদের উদ্ধার করে দ্রুত নিকটবর্তী হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। কীভাবে আগুন লাগল সেটা যদিও এখনও স্পষ্ট নয়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যায় দমকল কর্মীরা। শেষ পাওয়া খবর অনুযায়ী দমকল কর্মীদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা এখন সম্ভব হয়েছে। তবে এখনও কিছু কিছু জায়গায় পকেট ফায়ার জ্বলছে।
আরও পড়ুন-‘কত ভোটার ছিল, কত মেশিন ছিল সেটা আমরা জানতে চাই’ তোপ মুখ্যমন্ত্রীর
জানা যাচ্ছে, ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সকলেই গঙ্গা-ভাঙনের উদ্বাস্তু পরিবার। দুর্ঘটনাস্থলে রয়েছে স্থানীয় থানার বিশাল পুলিশ বাহিনী। স্থানীয় বিধায়কও ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন। দুর্ঘটনাগ্রস্ত অঞ্চলে ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় মাথার উপর ছাদ হারিয়েছে বহু পরিবার। প্রয়োজনীয় জিনিসপত্র ঝলসে গিয়েছে।মনে করা হচ্ছে, বাড়ির রান্না করার সময় কোনও ঘর থেকে আগুন ছড়িয়ে গিয়েছে।