দক্ষিণ ২৪ পরগনা (South 24 Pargana) ও ঝাড়গ্রাম (Jhargram) জুড়ে সামান্য স্বস্তি দিয়েছে কিছুক্ষনের বৃষ্টি। তবে যে পরিমাণ গরম চলছে সেই তুলনায় খুবই সামান্য। বুধবারও পশ্চিমের ৬ জেলায় তাপপ্রবাহের চরম সতর্কবার্তা জারি থাকবে। বৃহস্পতিবার আংশিক মেঘলা আকাশ থাকবে কলকাতা জুড়ে তবে বৃষ্টির সম্ভাবনা নেই। দিনভর তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে। দিনভর তাপমাত্রা সর্বোচ্চ ৪২ ডিগ্রি আর ৩০ ডিগ্রির মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে। কলকাতা সহ বাকি জেলাতে তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে। রবিবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে, তবে গরম থেকে এখনই মুক্তি পাওয়া যাবে না। দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে। পশ্চিমের ৩-৪ জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা বজায় থাকবে। সোম এবং মঙ্গলবার অর্থাৎ ৬ ও ৭ মে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ হালকা ও মাঝারি বৃষ্টি হতে পারে। শনিবার থেকে যদিও উপকূলে বৃষ্টি শুরু হবে।
আরও পড়ুন-কোভিশিল্ড বিতর্কের পরই শংসাপত্র থেকে সরছে মোদীর ছবি?
পূর্ব মেদিনীপুর উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম – এই ছয় জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী কয়েকদিন উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পংএ বৃষ্টি হবে। শনিবার, ৪ মে থেকে বৃষ্টি কিছুটা হলেও বাড়বে দার্জিলিংও কালিম্পংয়ে। আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে বৃষ্টি হতে পারে। তবে মালদা ও দক্ষিণ দিনাজপুর জেলায় তাপপ্রবাহ চলবে বৃহস্পতিবার পর্যন্ত। সবমিলিয়ে দক্ষিণবঙ্গে তাপমাত্রার তেমন পরিবর্তন হবে না। তারপর থেকে দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে।