প্রতিবেদন: এবারের প্রেসিডেন্ট নির্বাচনে জিতলে জো বাইডেনের (Biden-Trump) বিরুদ্ধে পাল্টা ব্যবস্থার হুঁশিয়ারি দিলেন ডোনাল্ড ট্রাম্প। চলতি বছরের নভেম্বরে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন। সেই নির্বাচনে জিতলে বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন এবং তাঁর পরিবারের সদস্যদের কাঠগড়ায় তোলার হুঁশিয়ারি দিয়েছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট। ঘটনাচক্রে এই প্রথম প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট হিসেবে কোনও ফৌজদারি মামলার বিচারে হাজির হয়ে লজ্জার ইতিহাস গড়েছেন ডোনাল্ড ট্রাম্প। নিজের যৌন কেলেঙ্কারি ধামাচাপা দিতে ঘুষ দেওয়ার অভিযোগের ভিত্তিতে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ফৌজদারি মামলার শুনানি চলছে নিউইয়র্কের আদালতে। সেই শুনানি চলাকালীনই ডোনাল্ড ট্রাম্পকে (Biden-Trump) ৯০০০ ডলারের জরিমানা করেছেন বিচারপতি। আদালত অবমাননার দায়ে ট্রাম্পকে এই জরিমানা করা হয়েছে। যদিও ট্রাম্পের দাবি, তাঁর বিরুদ্ধে সমস্ত অভিযোগ মিথ্যা। তিনি বলেছেন, রাজনৈতিক উদ্দেশ্যে মিথ্যা মামলায় আমাকে জড়ানো হয়েছে। প্রেসিডেন্ট নির্বাচনে জিতলে বাইডেন এবং তাঁর পরিবারকে আমি কাঠগড়ায় তুলব। ওঁকে ছাড়ব না।
আরও পড়ুন- ১৯ বছরে দেশের ১১৫ আইআইটি পড়ুয়া আত্মঘাতী