প্রতিবেদন: ক্ষমতার লোভে নীতি-নৈতিকতার যে আদৌ ধার ধারে না বিজেপি তা প্রমাণিত হল আরও একবার। পরিবারতন্ত্রের বিরুদ্ধে গেরুয়া নেতৃত্বের বড় বড় বুলিও যে আসলে দ্বিচারিতায় ভরা, আবার প্রমাণিত হল সেটাও। রাজনৈতিক ফায়দা লুটতে বিরোধীদের পরিবারবাদ নিয়ে নিশানা করলেও পরিবারতন্ত্রের ভূরি ভূরি উদাহরণ গেরুয়া শিবিরে। ক্ষমতা ধরে রাখতে এবার কুস্তিগিরদের যৌন হেনস্থায় অভিযুক্ত ভারতীয় কুস্তি ফেডারেশনের প্রাক্তন প্রধান ব্রিজভূষণ শরণ সিংয়ের ছেলেকে টিকিট দিল পদ্ম শিবির। মহিলাদের ভোট হারানোর ভয়ে ব্রিজভূষণকে টিকিট না দিয়ে আইওয়াশ করতে চাইল তারা। যোগীরাজ্যের কাইজারগঞ্জ লোকসভা কেন্দ্রে বাবা ব্রিজভূষণের হয়ে প্রক্সি দেবেন ছেলে করণভূষণ সিং (karan bhushan)। এই মনোনয়নকে ঘিরে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে রাজনৈতিক এবং ক্রীড়ামহলে। গেরুয়া দলের মধ্যেও দেখা দিয়েছে ব্যাপক ক্ষোভ-বিক্ষোভ। লক্ষণীয়, ৬ বারের সাংসদ ব্রিজভূষণ এবারেও বিজেপির টিকিট পাওয়ার ব্যাপারে এতটাই নিশ্চিত ছিলেন যে সাংবাদিকদের কটাক্ষ করে মন্তব্য করেছিলেন, চিন্তা করবেন না, আপনাদের জন্যই টিকিট পেতে দেরি হচ্ছে আমার।
আরও পড়ুন- ভোটের মুখে মহিলা কমিশনের কয়েকশো কর্মীকে ছাঁটাই!
আসলে ইচ্ছা থাকলেও ব্রিজভূষণকে এবার মনোনয়ন দিতে পারেনি গেরুয়া দল। চাপে পড়ে প্রার্থীতালিকা থেকে বাদ দিতে বাধ্য হয়েছে তাঁকে। কিন্তু জাঠ ভোট হারানোর ভয়ে ব্রিজভূষণকে একেবারে ঝেড়ে ফেলতেও পারেনি মোদির লোকজন। দেশের মুখ উজ্জ্বল করা কৃতী পদকজয়ী কুস্তিগিরদের যৌন হেনস্থার অভিযোগে ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে মামলা চলছে। তাঁর বিরুদ্ধে রাজধানীর রাজপথে নেমে, দিনের পর দিন বসে থেকে বিক্ষোভ দেখিয়েছেন নামী কুস্তিগিররা। কিন্তু সেই ব্রিজভূষণের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া তো দূরের কথা, উল্টে তাঁকে এবার লোকসভা নির্বাচনে টিকিট দেওয়াও চেষ্টা করেছিল বিজেপি। উত্তরপ্রদেশের কাইজারগঞ্জের একাধিকবারের সাংসদ তিনি। বিজেপিতে যোগ দেওয়ার আগে সমাজবাদী পার্টির টিকিটে লড়ে জিতেছেন। সাংসদ হয়েছেন নির্দল হিসেবেও। কাইজারগঞ্জের বাইরে অন্তত ৭-৮টি লোকসভা কেন্দ্রে এই জাঠ নেতার প্রভাব রয়েছে। তাই রাজনৈতিক লাভের লোভে কলঙ্কিত সাংসদকেই আবার সংসদে পাঠাতে চেষ্টার ত্রুটি রাখেনি পদ্মশিবির। আদালতে গিয়ে অভিযোগের কালি মুছতে চেয়েছেন ব্রিজভূষণ। কিন্তু তা হয়নি। এই পরিস্থিতিতে তাঁকে প্রার্থী করলে ফল উল্টো হতে পারে ভেবেই শেষ পর্যন্ত তাঁর ছেলে করণভূষণ (karan bhushan) সিংকে টিকিট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি। কিন্তু বিজেপিরই একটা বড় অংশ মেনে নিতে পারেনি দলের এই সিদ্ধান্ত। যোগীরাজ্যের বিভিন্নস্তরের বহু গেরুয়া নেতা-কর্মীদেরই বলতে শোনা গেল, এতবড় ঘটনায় অভিযুক্ত ব্রিজভূষণের পরিবারের কাউকে টিকিট দেওয়া অর্থ, দলের বিপর্যয়কে আমন্ত্রণ জানানো। ২০ মে কাইজারগঞ্জ লোকসভা কেন্দ্রে ভোট। ২৬ এপ্রিল থেকে ৩ মে থেকে মনোনয়ন জমার সময়। বাধ্য হয়েই করণভূষণকে প্রার্থী ঘোষণা করা হচ্ছে। কিন্তু পরিবারবার শুধু নয়, একজন যৌন হেনস্থায় অভিযুক্তর ছেলেকেই প্রার্থী করা ভোটাররা কীভাবে গ্রহণ করবে, সেটা জানা যাবে ৪ জুন।