‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা। সমকালীন দিনে যার জন্ম, চিরদিনের জন্য যার যাত্রা, তা-ই আমাদের দিনের কবিতা।
আরও পড়ুন-প্রাকৃতিক বিপর্যয়ে বিধ্বস্ত কেনিয়া! মৃত কমপক্ষে ১৮৮ জন
কত পথ
চোখের সবুজ মনের সবুজ
আমাদের সকলের হৃদয়ের সবুজ
আমার জীবনে স্বপ্ন সবুজ
তাকায় বর্ষা-পাতায়
আমার চোখের তারার সবুজ
রৌদ্র মেঘের ছায়ায়।
বর্ষার শিলাবৃষ্টি আমাকে
নতুন ভাবে জাগায়
আকাশ মাটির যুগ্ম মিলনে
প্রকৃতি রং মেলায়।
মা-মাটি-মানুষই আমার পৃথিবী
মোদের জীবন স্বর্গ
মা-আম্মা-মাদারকে তাই
শ্রদ্ধা সালামে অর্ঘ্য।
বিশ্ব বাংলা মোদের স্বপ্ন
বাংলা-বিশ্ব মাঝে
আসুন মোরা শপথ নিই
বাংলা মায়ের কাজে।
বাংলা আমার স্বপ্নের ভোর
বাংলা স্বর্ণভূমি
বাংলাই হোক সবার সেরা
ধন্য জন্মভূমি।
বাংলা আমার কর্ম-দুপুর
বাংলাই স্বর্ণালী সন্ধ্যা
বাংলা মোদের চেতনা প্রেরণা
সভ্যতার রজনীগন্ধা।
শয়নে স্বপনে নিশি জাগরণে
বাংলাই চাঁদ তারা
মাতৃভাষার মধুভাণ্ডারে
বাংলা আনন্দধারা।
বাংলা আমার বাঁচার ঠিকানা
বাংলাই ভবিষ্যৎ
যতই দেখি ততই ভাবি
যত মত তত পথ।