প্রতিবেদন : মালদহ থেকে মুর্শিদাবাদ যাওয়ার পথে বড় দুর্ঘটনা এড়াল ঘাটালের তৃণমূল প্রার্থী তথা তারকা প্রচারক দেবের হেলিকপ্টার। মালদহ থেকে আকাশে ওড়ার দশ মিনিটের মধ্যেই যান্ত্রিক গোলযোগের কারণে কপ্টারে ধোঁয়া দেখা দেয়। সঙ্গে সঙ্গে জরুরি ভিত্তিতে মালদহেই অবতরণ করানো হয় কপ্টার। অক্ষতই রয়েছেন তৃণমূলের অভিনেতা প্রার্থী তথা প্রচারক। দেবের কপ্টারে এই দুর্ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। পূর্বস্থলীর জনসভা থেকে নেত্রী বলেন, মিটিংয়ে আসতে আসতে খবর পেলাম দেবের হেলিকপ্টারটা যখন উড়ছিল, তখনই একটু একটু ধোঁয়া দেখা যাচ্ছিল। তারপর মাঝআকাশে ওঠার পর আগুন লাগতে লাগতে বেঁচে যায়। এমারজেন্সি ল্যান্ডিং করতে হয়। আমি তাই নিয়ে খুব চিন্তায় ছিলাম। ওঁর সঙ্গে কথাও বলেছি ফোনে। ঘটনার পর তৃণমূলের তারকা প্রার্থী বলেন, আমি সুস্থ আছি। নিরাপদে আছি। মা-বাবার আশীর্বাদ ও বাংলার মানুষের আশীর্বাদ ও ভালবাসায় আমি এই বিপদ থেকে রক্ষা পেয়েছি।
আরও পড়ুন-জিএসটি আদায়ে রেকর্ড করল রাজ্য
শুক্রবার মালদহের রতুয়ায় প্রচার সেরে হেলিকপ্টারে মুর্শিদাবাদের রানিনগরে সভার উদ্দেশে রওনা হন দেব। হেলিকপ্টার আকাশে ওড়ার পরই ঘটে বিপত্তি। যান্ত্রিক ত্রুটির জেরে কপ্টারের ইঞ্জিন থেকে ধোঁয়া বেরতে শুরু করে। ধোঁয়ায় ভরে যায় কপ্টার। সঙ্গে সঙ্গে জরুরি অবতরণ করে বড় দুর্ঘটনা এড়ান পাইলট। মালদহ হেলিপ্যাডেই ছুটে আসে দমকল বাহিনীও। কিন্তু এতকিছুতেও দমে যাননি তৃণমূল প্রার্থী। ফাঁড়া কেটে যাওয়ার পরই তিনি গাড়ি নিয়ে সড়কপথেই মুর্শিদাবাদ পৌঁছে রানিনগরের জনসভায় অংশ নেন। পূর্ব বর্ধমানের সভা থেকে এই ঘটনা নিয়ে দলনেত্রী বলেন, নানারকম ঘটনা চলছে। বিজেপির আমলে কাউকে ভাল থাকতে দেবে না। নিজেদেরই ভাল থাকতে হবে।