সন্দেশখালি নিয়ে ভাইরাল ভিডিও বিষয়ে স্যোশাল মিডিয়ায় পোস্টের পরে শনিবার তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারীর সমর্থনে চাকদহের সভা থেকেও তুলোধনা করলেন তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর কথায়, সন্দেশখালির আসল তত্ত্ব ফাঁস হয়ে গিয়েছিল। এদিন ফের রাজভবনে রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ নিয়েও তীব্র কটাক্ষ করেন মমতা। এদিন তৃণমূল সভানেত্রীর নিশানায় ছিলেন নরেন্দ্র মোদি।
প্রথমেই সন্দেশখালির ভাইরাল ভিডিও (ভিডিওর সত্যতা যাচাই করেনি ‘বিশ্ববাংলা সংবাদ’) প্রসঙ্গে মমতা বলেন, “সন্দেশখালি নিয়ে ভাল নাটক তৈরি করেছিলেন। আসল তত্ত্ব ফাঁস। অনেক দিন ধরে বলছিলাম, এটা পরিকল্পনা, বিজেপির তৈরি করা নাটক। ফাঁস হয়ে গিয়েছে। আমি ডিটেলস দেখিনি। নিশ্চয়ই দেখব।“
আরও পড়ুন- সন্দেশখালির ঘটনা পূর্বপরিকল্পিত! বাংলাকে বদনাম করতে বিজেপির ষড়যন্ত্র, আক্রমণ মুখ্যমন্ত্রী ও অভিষেক
এরপরেই রাজভবনে তরুণীর শ্লীলতাহানি প্রসঙ্গে তীব্র কটাক্ষ করেন তৃণমূল সুপ্রিমো। বলেন, “কেন্দ্রের প্রতিনিধি মাননীয় রাজ্যপাল। দেখছেন কীর্তি কারখানা! রাজভবনের কর্মীদের সঙ্গে কী করছে! মেয়েদের ডেকে কী করছেন! তাঁর বাড়িতে রাত যাপন করে প্রধানমন্ত্রী চলে গেলেন। যিনি সন্দেশখালি নিয়ে বড় বড় সন্দেশ দেন, কই কিছু তো সন্দেশ দিলেন না।“
মিথ্যাচার নিয়ে মোদিকে তীব্র আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বলেন, “প্রধানমন্ত্রী মিথ্যে কথা বলে! বাচ্চা ছেলে বললে মা থাপ্পড় মারে। তার পর আদর করে। দেশের প্রধানমন্ত্রী এ সব করছে। এত বড় মিথ্যেবাদী! জুমলা! বলছে ঘরে ঘরে গ্যাস পৌঁছচ্ছে বিনামূল্য।“ খোঁচা দিয়ে তৃণমূল সভানেত্রী বলেন, “নরেন্দ্র মোদি ফুটো ভাঁড়। বলছে ঘরে ঘরে গ্যাস, বিদ্যুৎ, রেশন দিই বিনা পয়সায়। গ্যাস বেলুন। ৩০ হাজার কোটি টাকা দিয়ে আমরা রেশন দিই। মোদি দেন না। চ্যালেঞ্জ করছি। নিজের নামে প্রচার করছে। গরিব লোকের ১০০ দিনের কাজের টাকা দেন না। ৫০ দিনের কাজের ব্যবস্থা করেছি।“