সংবাদদাতা, হুগলি : বিশালাকার প্রতিমা ও আলোকসজ্জার টানে ঐতিহাসিক চন্দননগরের জগদ্ধাত্রী উৎসবে আলোর শহরে জনজোয়ার। ইতিমধ্যে দূর-দূরান্ত থেকে মানুষজন এসে পৌঁছেছেন এই উৎসবে অংশ নিতে। প্রায় প্রতিটি বাড়িতে তাঁদের আত্মীয়-স্বজনের আনাগোনা।
আরও পড়ুন-Bengal BJP: বাংলাকে অশান্ত করছে বিজেপি
ষষ্ঠীর সকাল থেকেই দেখা গেল উৎসাহী দর্শনার্থীরা তাড়াতাড়ি প্রতিমা দর্শন সেরে নিতে চান। এখানকার প্রত্যেকটি নামী পুজোর প্যান্ডেলে মানুষের ভিড়। চন্দননগরের জগদ্ধাত্রীপুজোর যেমন প্রতিমার জন্য খ্যাতি তার সঙ্গে সঙ্গে চন্দননগরের মনোহরণ করা আলোর জাদু মানুষকে মুগ্ধ করে যুগ যুগ ধরে।
করোনার একটা আবহ চলছে। সেই ভাবে প্যান্ডেলে মানুষকে জমায়েত হতে দেওয়া যাচ্ছে না, সেই কারণে চন্দননগরের আলোর জাদুকররা তাঁদের আলোর জাদুর প্রদর্শনীতে কোনও খামতি রাখেননি। বিভিন্ন মডেল আলোর কারুকার্যে চারিদিক ঝলমল করছে। আলোর জাদুতে কার্যত মুগ্ধ দর্শনার্থীরা।