প্রতিবেদন: নির্বাচনী প্রচার মঞ্চ থেকে সরাসরি বিভিন্ন ধর্মের প্রসঙ্গ উল্লেখ করে প্ররোচনা ছড়াতে বক্তব্য পেশ করায় অভিযুক্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বহু টালবাহানার পর নির্বাচন কমিশন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডাকে তা নিয়ে নোটিশও জারি করেছিল। তারপরেও সেই বিজেপি দফতর থেকেই ধর্মীয় উসকানিমূলক প্রচার চালানো হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। এর বিরুদ্ধে এবার কমিশনে অভিযোগ দায়ের করল বিরোধী দল কংগ্রেস।
আরও পড়ুন-বিজেপির বন্ধুরা! ন্যূনতম লজ্জাও আপনাদের নেই?
কংগ্রেসের অভিযোগে দাবি করা হয়েছে, কর্নাটক বিজেপির পক্ষ থেকে একটি সোশ্যাল মিডিয়া ভিডিও প্রকাশ করা হয়েছে যেখানে একাধিক জাতি, ধর্মের মধ্যে বিভেদের কথা তুলে ধরা হয়েছে। এমনভাবে তা পেশ করা হয়েছে যাতে এক বা একাধিক জাতিভুক্ত মানুষজনের মধ্যে আশঙ্কা ও নিরাপত্তাহীনতা তৈরি হতে পারে। সেইসঙ্গে ধর্মের নামে প্রচার নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের মধ্যেও পড়ে। এই ধরনের ভিডিও প্রচার করে স্থানীয় বিজেপি নেতৃত্ব যেভাবে অপরাধ করেছেন, তাকে অনুমোদন দিয়ে বিজেপি জাতীয় নেতৃত্বও সমান অপরাধ করেছে বলে কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ তোলা হয়। কর্নাটক কংগ্রেসের পক্ষ থেকে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করা হয়েছে বিজেপি সভাপতি জে পি নাড্ডা, বিজেপি সোশ্যাল মিডিয়া সেলের প্রধান অমিত মালব্য, কর্নাটক বিজেপির রাজ্য সভাপতি বি ওয়াই বিজয়েন্দ্রর নামে। ভিডিওতে রাহুল গান্ধী ও কর্নাটকের উপপ্রধানমন্ত্রী সিদ্দারামাইয়ার অ্যানিমেটেড ছবি দেখিয়ে যে প্রচার চালানো হয়েছে তাতে ভয়ের পরিবেশ তৈরি করা হয়েছে বলে অভিযোগে দাবি করা হয়েছে। এই অভিযোগের ভিত্তিতে এখন নির্বাচন কমিশন কী ব্যবস্থা নেয় সেটাই এখন দেখার।