প্রতিবেদন : আজ প্রকাশিত হতে চলেছে আইসিএসই এবং আইএসসি পরীক্ষার রেজাল্ট। কাউন্সিল অফ ইন্ডিয়ান সার্টিফিকেট এগজামিনেশন বিজ্ঞপ্তি জারি করে একথা জানিয়েছে। আজ সকাল ১১টায় আইসিএসই পরীক্ষা এবং আইএসসি পরীক্ষার রেজাল্ট ঘোষণা করা হবে। www.cisce.org এবং results.cisce.org থেকে আইসিএসই এবং আইএসসি পরীক্ষার রেজাল্ট দেখা যাবে। ওই দিনই ওয়েবসাইট থেকে রেজাল্ট ডাউনলোড করতে পারবেন পরীক্ষার্থীরা। এরপর ১০ মে পর্যন্ত রিভিউ করার আবেদন করতে পারবেন পরীক্ষার্থীরা। বোর্ড জানিয়েছে, নম্বর পুনর্বিবেচনার জন্য পরীক্ষার্থীরা সর্বোচ্চ যে কোনও দুটি বিষয়ে পরীক্ষা দিতে পারবে। চলতি বছর জুলাই মাসে নেওয়া হবে ওই পরীক্ষা। এই পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য http://cisce.org ওয়েবসাইটে দ্রুত আপলোড করা হবে বলে জানিয়েছে বোর্ড। http://cisce.org ওয়েবসাইটে গিয়ে পাবলিক সার্ভিস মেনুতে ক্লিক করতে হবে।
আরও পড়ুন-মা ফুল্লরার মাটিতে দাঁড়িয়ে স্মৃতিচারণা, সতীপীঠে গিয়ে মাতৃদর্শনে মুখ্যমন্ত্রী
Login to CISCE Service Portal অপশনে ক্লিক করতে হবে। দিতে হবে ইমেইল আইডি এবং পাসওয়ার্ড। যাঁদের অ্যাকাউন্ট নেই, তাঁরা Register Now অপশনে ক্লিক করে অ্যাকাউন্ট খুলতে পারেন।
স্কুলের প্রধানও এই আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে CAREERS পোর্টালে আবেদন করতে হবে। রিভিউয়ের ফল জানা যাবে আবেদনের ৪ সপ্তাহ পর। চলতি শিক্ষাবর্ষ থেকে আইসিএসই এবং আইএসসি-র কম্পার্টমেন্ট পরীক্ষা বন্ধ হয়ে যাবে।