প্রাকৃতিক দুর্যোগে মৃত্যু ১২ জনের, ক্ষতিগ্রস্তদের পরিবারকে বার্তা মুখ্যমন্ত্রীর

Must read

ঝড়-বৃষ্টি-বজ্রপাত-সহ প্রাকৃতিক দুর্যোগে (Thunderstorm) রাজ্যে মৃত্যু হয়েছে ১২ জনের। রাজ্যের মুখ্যমন্ত্রী নিজের এক্স হ্যান্ডেলে জানিয়েছেন, “গভীরভাবে দুঃখিত যে ঝড়, বজ্রপাতের জন্য রাজ্যে ৯ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও নদিয়ায় প্রাচীর ধসে আরও ২ জন এবং দক্ষিণ ২৪ পরগনায় গাছ ভেঙে আরও ১ জন মারা গিয়েছেন। জেলা প্রশাসন সর্বত্র দুর্যোগ মোকাবিলায় চব্বিশ ঘন্টা কাজ করে চলেছে এবং নির্দেশিকা অনুসারে ত্রাণ ও ক্ষতিপূরণ প্রদানের জন্য পদক্ষেপ নিচ্ছে। বাংলার ১২ জন সহনাগরিকের শোকাহত পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা।”

গতকালের ঝড়-বৃষ্টি (Thunderstorm) এবং বজ্রপাতের কারণে মৃত্যু হয়েছে মোট নয়জনের। এর মধ্যে পূর্ব বর্ধমান জেলায় ৫ জন, পশ্চিম মেদিনীপুর ২ জন এবং পুরুলিয়ায় ২ জনের মৃত্যু হয়েছে। মৃতের পরিবারের প্রশাসনের তরফে যাতে সাহায্য করা যায় সে ব্যাপারে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন- ব্রাজিলে ভয়াবহ বন্যা: মৃত ৮৫, গৃহহীন প্রায় দেড় লাখ মানুষ

Latest article