প্রতিবেদন : পেট্রোল, ডিজেলের আগুন দামের জেরে এমনিতেই নাজেহাল আমজনতা। বেড়েছে যাতায়াত-পরিবহণের খরচ। এবার মরার ওপর খাঁড়ার ঘায়ের মতো বাড়তে চলেছে মেট্রো যাত্রার খরচ। যাকে ঘুরিয়ে ভাড়া বৃদ্ধির শামিল বলেই মনে করা হচ্ছে। মেট্রো রেলের তরফে জানানো হয়েছে, রবিবার থেকেই বাড়তে চলেছে মেট্রোর স্মার্ট কার্ডের দাম। করোনার কারণ দেখিয়ে বহুদিন আগেই মেট্রোর টোকেন বন্ধ করে স্মার্ট কার্ড বাধ্যতামূলক করা হয়েছে। এবার একধাক্কায় ২০ টাকা বাড়তে চলেছে কার্ডের দাম। এতদিন পর্যন্ত স্মার্ট কার্ড করতে খরচ হত ১০০ টাকা। এখন সেটাই বাড়িয়ে ১২০ টাকা করা হল। স্মার্ট কার্ডের দাম বৃদ্ধির জন্য মেট্রোর তরফ থেকে সিকিউরিটি ডিপোজিট হিসেবে জমা অঙ্কের পরিমাণ বাড়ানোর কথা বলা হয়েছে।
আরও পড়ুন : ভারত ভাবনায় চরম আঘাত
মেট্রো রেলের জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এতদিন কার্ডের সিকিউরিটি ডিপোজিট হিসেবে জমা করা হত ৬০ টাকা। এবার তা বাড়িয়ে করা হচ্ছে ৮০ টাকা। ফলে প্রথমবার স্মার্ট কার্ড কিনতে গেলে ১০০ টাকার বদলে যাত্রীদের ১২০ টাকা গুনতে হবে। তবে কার্ডে যাতায়াতের জন্য পাওয়া টাকার অঙ্ক অপরিবর্তিতই থাকছে। আগেও প্রথমবার কার্ড কেনার পর যাতায়াতের জন্য তাতে ৪০ টাকা করে পাওয়া যেত। এখনও তাই পাবেন যাত্রীরা। তবে কার্ড ফেরত দিলে সিকিউরিটি ডিপোজিটের বাড়তি টাকাও ফেরত মিলবে বলে মেট্রোর তরফে জানানো হয়েছে।