প্রতিবেদন : ফের নিম্নচাপের ভ্রুকুটি। আর যার জেরে তিনদিন হালকা, মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানাল হাওয়া অফিস। তামিলনাড়ু উপকূলে এই নিম্নচাপ সৃষ্টি হয়েছে। শনি, রবি হালকা বৃষ্টি হলেও সোমবার বৃষ্টির পরিমাণ বাড়বে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর। শুক্রবার আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, নিম্নচাপের জেরে কলকাতায় থাকবে মেঘলা আকাশ। আকাশ মেঘাচ্ছন্ন থাকায় শীতের আমেজ অনুভূত হবে না। পাশাপাশি সোমবার বৃষ্টির পরিমাণ বাড়বে। আবহাওয়া দফতর আগেই জানিয়েছিল, শুক্রবার থেকে পুবালি হাওয়ার প্রভাবে কমবে উত্তুরে হাওয়ার দাপট। পূর্বাভাস অনুযায়ী রাতারাতি উধাও হয়ে গিয়েছে শীতের আমেজ। শীত পোশাক নিয়ে রাস্তায় বেরিয়ে বেকায়দায় পড়েছেন অনেকে। বৃহস্পতিবারের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৪ ডিগ্রি। শুক্রবারের সর্বনিম্ন তাপমাত্রা ২২ ডিগ্রির কাছাকাছি। সকালে সামান্য রোদের দেখা মিললেও বেলা বাড়তেই ছিল মেঘলা আকাশ।