ধর্মশালা: পাঞ্জাব কিংসকে ৬০ রানে হারিয়ে প্লে-অফ স্বপ্ন বাঁচিয়ে রাখল আরসিবি (RCB- Punjab Kings)। এদিনের জয়ের পর তাদের পয়েন্ট বেড়ে হল ১০। অন্যদিকে, হেরে প্লে-অফের দৌড় থেকে ছিটকে গেল পাঞ্জাব (১২ ম্যাচে ৮ পয়েন্ট)।
আরসিবির (RCB- Punjab Kings) জয়ের নায়ক বিরাট কোহলি। মাত্র আট রানের জন্য সেঞ্চুরি মিস করলেও, ৪৭ বলে ৭টি চার আর ৬টি ছয় মেরে ৯২ রানের ঝোড়ো ইনিংস খেলে দলের রানকে আড়াইশোর কাছাকাছি পৌঁছে দিয়েছিলেন কিং কোহলি। তবে এদিন শূন্য ও ১০ রানে ক্যাচ দিয়ে বেঁচে যান বিরাট। দু’বার জীবনদান পাওয়ার পর আর পিছন ফিরে তাকাননি তিনি। প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভাল হয়নি আরসিবির। স্কোরবোর্ডে মাত্র ১৯ রান তুলতে না তুলতেই ফাফ ডুপ্লেসিকে (৯) হারিয়েছিল তারা। উইল জ্যাকসও ১২ রান করে প্যাভিলিয়নে ফিরে যান। দু’টি উইকেটই নেন পাঞ্জাবের (RCB- Punjab Kings) পেসার বিদথ কাভেরাপ্পা। ওই পরিস্থিতে তৃতীয় উইকেটে মাত্র ৩২ বলে ৭৬ রান যোগ করে দলকে লড়াইয়ে ফিরিয়ে এনেছিলেন বিরাট ও রজত পাতিদার। দু’জনের মধ্যে বেশি আগ্রাসী ছিলেন পাতিদার।
আরও পড়ুন- লোকসভা ভোটে ভারতকে অস্থিতিশীল করতে চায় আমেরিকা, অভিযোগ রাশিয়ার
তবে হাফ সেঞ্চুরি করার পরেই স্যাম কারেনের শিকার হয়ে প্যাভিলিয়নে ফেরেন পাতিদার। তাঁর অবদান ২৩ বলে ৫৫। বৃষ্টির জন্য তার পরেই ম্যাচ কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে গিয়েছিল। পাতিদার আউট হওয়ার পর বিরাটকে দারুণ সঙ্গ দেন ক্যামেরন গ্রিন। তিনি ২৭ বলে ৪৬ করেন। জেতার জন্য ২৪২ রান তাড়া করতে নেমে পাঞ্জাবের হয়ে কিছুটা লড়াই করেন রিলে রুশো। কিন্তু তিনি ২৭ বলে ৬১ করে আউট হতেই সব আশা শেষ। এছাড়া উল্লেখযোগ্য শশাঙ্ক সিংয়ের ১৯ বলে ৩৭ ও জনি বেয়ারস্টোর ১৬ বলে ২৭ রান। আরসিবির মহম্মদ সিরাজ তিন উইকেট দখল করেন। দুটি করে উইকেট নেন স্বপ্নিল সিং, লকি ফার্গুসন ও কর্ণ শর্মা।