নয়াদিল্লি, ১০ মে : বেজায় চাপে ভারতীয় কুস্তি সংস্থার প্রাক্তন সভাপতি ব্রিজভূষণ শরণ সিংহ। যৌন হেনস্থার অভিযোগে এবার তাঁর বিরুদ্ধে চার্জ গঠনের নির্দেশ দিল আদালত। শুক্রবার দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত জানিয়েছে, ব্রিজভূষণের বিরুদ্ধে ওঠা যৌন হেনস্থার যথেষ্ট প্রমাণ রয়েছে।
ব্রিজভূষণের বিরুদ্ধে মহিলাদের উপরে যৌন নির্যাতন সহ একাধিক অভিযোগ এনে তাঁর শাস্তির প্রতিবাদে শামিল হয়েছিলেন সাক্ষী মালিক, ভিনেশ ফোগট এবং বজরং পুনিয়াদের মতো তারকা কুস্তিগিররা। ব্রিজভূষণের বিরুদ্ধে মোট ছয়টি মামলা হয়েছিল। তার মধ্যে পাঁচটি মামলাতেই চার্জ গঠনের নির্দেশ দিয়েছেন বিচারক। বাকি মামলাটি খারিজ হয়ে গিয়েছে। ভারতীয় দণ্ডবিধির ৩৫৪ এবং ৩৫৪ ডি ধারায় চার্জ গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে অভিযুক্ত বিনোদ তোমারের বিরুদ্ধে ৫০৬ ধারায় চার্জ গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। মামলার পরবর্তী শুনানি ২১ মে। আদালতের এই রায়ে সাক্ষী বলেছেন, “জয়ের রাস্তায় হাঁটার প্রথম ধাপ। যতক্ষণ না চূড়ান্ত রায় আসছে এবং ব্রিজভূষণের শাস্তি হচ্ছে আমাদের লড়াই চলতে থাকবে।”
আরও পড়ুন-মুম্বইকে হারালেই প্লে অফে কলকাতা
এদিকে, নাডার অভিযোগে আর্ন্তজাতিক কুস্তি সংস্থা ৩১ ডিসেম্বর পর্যন্ত নির্বাসিত করেছে বজরং পুনিয়াকে। এবার নাডার বিরুদ্ধে পাল্টা অভিযোগ আনলেন বজরং। এক্স হ্যান্ডেলে বজরং লিখেছেন, “চলতি বছরের মার্চে ডোপ নিয়ন্ত্রণ অফিসাররা আমার বিরুদ্ধে অভিযোগ আনলেন যে, আমি নাকি ডোপ টেস্টে মূত্রের নমুনা দিইনি। আমি তাঁদেরকে মনে করিয়ে দিতে চাই কেন মেয়াদ শেষ হয়ে কিট নিয়ে নমুনা আনতে এসেছিলেন? এমনকী তিনটি টেস্ট কিট অতিরিক্ত থাকা সত্ত্বেও নিদিষ্ট একটা কিট দিয়েই আমার নমুনা কেন চাওয়া হয়েছিল? প্রশ্ন করে আজ পর্যন্ত কোনও উত্তর পাইনি। তাঁরা সঠিক কিট নিয়ে আসার উপযুক্ত প্রমাণও দিতে পারেননি।”