রবিবার অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) প্রথম সভা করেন বনগাঁ লোকসভা এলাকায়। শান্তনু ঠাকুরের বিরুদ্ধে এখানে তৃণমূল প্রার্থী করেছে বিশ্বজিৎ দাসকে (Biswajit Das)। বিশ্বজিৎ দাস বাগদা কেন্দ্রের বিধায়ক ছিলেন। প্রার্থী হওয়ার পর বিধায়ক পদে ইস্তফা দেন তিনি।এদিন মঞ্চ থেকে প্রথমে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদায়ী সাংসদ শান্তনু ঠাকুরের ভূমিকা নিয়েই প্রশ্ন তুললেন। অভিষেক বলেন, “এই শান্তনু ঠাকুর গত পাঁচ বছরে মতুয়া ভাইদের জন্য কী করেছেন?”
আরও পড়ুন-জ্বলছে পাক অধিকৃত কাশ্মীর, পুলিশের সঙ্গে বিক্ষোভ জনতার
অভিষেক এদিন বলেন, “স্বরাষ্ট্রমন্ত্রী সভা করে বলে গিয়েছেন মতুয়ারা শরণার্থী। আর আমরা বলছি মতুয়ারা সবাই দেশের নাগরিক। এটাই পার্থক্য।নির্বাচন ঘোষণা হওয়ার পাঁচ দিন আগে এরা নাগরিকত্ব দেবে বলে ফর্ম নিয়ে এসেছিল। আজ দু’মাস কেটে গেল। এরা (বিজেপি) বলেছিল, তৃণমূল চায় না আপনি নাগরিকত্ব পান। বলুন তো আপনারা, এই দু’মাসে তৃণমূল কাউকে ফর্ম ফিল আপ করা থেকে আটকেছে? আটকায়নি। কিন্তু আপনি আমায় দেখান, বিজেপির কোনও বুথের কোনও নেতা নাগরিকত্বের জন্য আবেদন করেছেন।”
আরও পড়ুন-জ্বলছে পাক অধিকৃত কাশ্মীর, পুলিশের সঙ্গে বিক্ষোভ জনতার
এদিন সিএএকে সমর্থন করতে শর্ত দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি স্পষ্ট বলেন, “বিজেপির স্বরাষ্ট্রমন্ত্রী আর প্রধানমন্ত্রী এসে যদি ঘোষণা করেন যে, আমরা নিঃশর্ত নাগরিকত্ব দেব, কোনও এনআরসি হবে না, তা হলে তৃণমূলের কেউ সমর্থন করুক আর না করুক, অভিষেক বন্দ্যোপাধ্যায় সমর্থন করবে। আমি কথা দিয়ে যাচ্ছি।”