প্রধানমন্ত্রীর হাতে রবীন্দ্রনাথ ঠাকুরের উল্টো ছবি, সরব অভিষেক বন্দ্যোপাধ্যায়

কিন্তু সেই উল্টো ছবি নিয়েই দাঁড়িয়ে ছিলেন প্রধানমন্ত্রী। অবস্থা বুঝে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এগিয়ে এসে ছবিটি সোজা করে দেন

Must read

রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) নির্বাচনী জনসভায় অস্বস্তিতে পড়ল রাজ্য বিজেপি নেতৃত্ব। বাংলার সংস্কৃতি–ভাষা–ঐতিহ্য কিছুই বিজেপি নেতারা জানেন না বা সম্মান করেন না সেটা আবারও প্রমাণিত। আজ ভাটপাড়ায় অর্জুন সিংয়ের (Arjun Singh) সমর্থনে প্রধানমন্ত্রী সভা করতে এলেন। নরেন্দ্র মোদীর হাতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের উল্টো ছবি তুলে দিলেন ভাটপাড়ার বিজেপি বিধায়ক পবন সিং।

আরও পড়ুন-মতুয়ারা সবাই দেশের নাগরিক, শর্তসাপেক্ষে সিএএ মানতে রাজি অভিষেক বন্দ্যোপাধ্যায়

কিন্তু সেই উল্টো ছবি নিয়েই দাঁড়িয়ে ছিলেন প্রধানমন্ত্রী। অবস্থা বুঝে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এগিয়ে এসে ছবিটি সোজা করে দেন। কিন্তু ততক্ষণে উল্টো ছবি ধরা অবস্থায় প্রধানমন্ত্রীর ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। তৃণমূল কংগ্রেস গোটা বিষয়টি নিয়ে দলের এক্স হ্যান্ডেলে পোস্ট করে। আপাতত বেশ অস্বস্তিতে পড়ে গিয়েছে বঙ্গ–বিজেপি নেতৃত্ব।

আরও পড়ুন-জ্বলছে পাক অধিকৃত কাশ্মীর, পুলিশের সঙ্গে বিক্ষোভ জনতার

এক্স হ্যান্ডেলে এই নিয়ে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় লেখেন, ‘‌ওনার বাংলা সফরের আগে কেউ বলেছিলেন, উল্টা লটকাকড় সিধা কিয়া যায়গা।’‌ তাতে আলোড়নের মাত্রা বেশ কিছুটা বেড়ে যায়। যারা বাংলার কৃষ্টি সংস্কৃতি জানে না, বাংলার ঋষি–মনীষীদের সম্মান দিতে জানে না, তারা আবার বাংলা দখলের কথা বলে, এই প্রশ্ন তুলেছে তৃণমূল কংগ্রেস। এক্স হ্যান্ডেলে লেখা হয়েছে, ‘‌বিদ্যাসাগরের মূর্তি ভাঙা থেকে শুরু করে আজ রবি ঠাকুরকে উল্টে দেওয়ার এই ঘৃণ্যতম কাজের বিরুদ্ধে আপনাদেরকেই রুখে দাঁড়াতে হবে। বাংলার সংস্কৃতি, বাংলার শান্তি রক্ষার দায়িত্ব আপনাদেরই।’‌

Latest article