‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা। সমকালীন দিনে যার জন্ম, চিরদিনের জন্য যার যাত্রা, তা-ই আমাদের দিনের কবিতা।
আরও পড়ুন-সন্দেশখালি নিয়ে মিথ্যাচার প্রধানমন্ত্রীর
কন্যাশ্রী
তোমরা মোদের কন্যাশ্রী
তোমরা ভোরের আলো
তোমরাই সবার আপনজন
জীবনের আলো জ্বালো।
তোমরাই প্রিয় বসুন্ধরা
তোমরা মুক্ত আকাশ
তোমাদের মাঝেই নদীমাতৃকা
জীবন ধারার বড় বিশ্বাস।
তোমাদের মাঝেই প্রত্যাশা
তোমাদের মধ্যেই সৃষ্টি,
তোমরাই আবার স্রষ্টা-দ্রষ্টা
সাক্ষী রাখবে কৃষ্টি।
তোমাদের মাঝেই সমাজ-সংসার
তোমরা ভবিষ্যতের দিশা
তোমাদের নিয়ে বিশ্ববাংলা
তোমরাই সভ্যতার ভাষা।
তোমাদের মাঝেই সীতা-সাবিত্রী-
দময়ন্তী-অরুন্ধতী-
নূরজাহান-জাহানারা-রোশেনারা
যুগে যুগে প্রগতি।
তোমাদের মাঝেই বন-জঙ্গল
নদী-সাগর-মোহনা
তোমাদের মাঝেই পাহাড়-পর্বত
পদ্মা-মেঘনা-যমুনা।
তোমাদের মাঝেই বৈশাখ মাস
দগ্ধ মাটিতে আগুন।
তোমাদের মাঝেই রঙ-বৈচিত্র
বসন্তে আনে ফাগুন।
তোমরাই সাম্য-শান্তির পথ
নিশ্বাসের ফল্গুধারা
তোমাদের জীবনের স্বপ্ন সকালে
আনুক আনন্দ সাড়া।