শনিবার, সকালে মায়ানমার সীমান্তবর্তী চূড়াচাঁদপুর জেলায় জঙ্গি হানায় নিহত হয়েছেন অসম (Assam) রাইফেলসের এক কমান্ডিং অফিসার-সহ ৬ জন। পুলিশ সূত্রের খবর, নিহতদের মধ্যে ওই অফিসারের স্ত্রী এবং সন্তান রয়েছেন। ওই অফিসারের গাড়ির চালক এবং অসম রাইফেলসের দুই কর্মীও এই ঘটনায় বলি হয়েছেন। এই ঘটনার তীব্র নিন্দা করে টুইট (Tweet) করেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Bandopadhyay।
আরও পড়ুন-Breaking : নতুন সপ্তাহেই রাজ্যসভায় লুইজিনহো
নিজের টুইটার হ্যান্ডেলের (Twitter) শোক প্রকাশ করে মুখ্যমন্ত্রী লেখেন, “মণিপুরে ৪৬ অসম রাইফেলসের কনভয়ে জঙ্গিদের জঘন্য হামলার তীব্র নিন্দা করছি। সিও এবং তাঁর পরিবারের সদস্য-সহ পাঁচজন সাহসী সৈনিককে হারিয়ে আমি মর্মাহত।
শোকাহত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাই। বিচারের অপেক্ষায় গোটা জাতি!”