গোয়াতে স্টেট ইনচার্জ হলেন মহুয়া মৈত্র (Mahua Moitra)। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস (TMC) নিজেদের টুইটার হ্যান্ডেলে সেই কথা জানিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এদিন মহুয়া মৈত্রকে গোয়া রাজ্যের ইনচার্জ হিসাবে নিয়োগ করা হল যা অবিলম্বে কার্যকর করা হচ্ছে।
আরও পড়ুন-Manipur Terrorism: মণিপুরে জঙ্গি হামলার তীব্র নিন্দা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়
এই পদে নিযুক্ত হওয়ার পর মহুয়া মৈত্র নিজের টুইটারে মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) ধন্যবাদ জানিয়েছেন। তিনি লিখেছেন
“আমার খুব ভাল লাগছে এই পদে নিযুক্ত হতে পেরে। মমতা বন্দ্যোপাধ্যায়কে এই সুযোগের জন্য ধন্যবাদ
@মমতা অফিসিয়াল”
দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গোয়া সফরে গিয়ে বুঝিয়ে এসেছেন তৃণমূল কংগ্রেস গোয়া নিয়ে অত্যন্ত সিরিয়াস। শনিবারই গোয়ার বর্ষীয়ান নেতা লুইজিনহ ফালেরিওকে রাজ্যসভায় মনোনয়ন দিয়েছে দল। উচ্ছ্বসিত গোয়ানিজরা।
এর আগে গোয়ার ১৯ বছরের যুবতী সিদ্ধি নায়েকের রহস্যমৃত্যুর ঘটনায় সিদ্ধির বাবা-মায়ের সঙ্গে দেখা তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দলের সদস্য হয়ে গোয়ায় গিয়েছিলেন মহুয়া। গোয়ার স্থানীয় তৃণমূল নেতৃত্বের সঙ্গে আন্দোলনেও যোগ দিয়েছিলেন।
দলের ভিতরে ও বাইরে সুবক্তা হিসেবে পরিচিত মহুয়া। বিভিন্ন সময় বাংলার বিধানসভায় ও লোকসভায় দুর্দান্ত বক্তৃতা করতে দেখা গিয়েছে মহুয়া মৈত্রকে। ডিসেম্বর থেকেই গোয়ায় প্রচারে ঝাঁপাবে দল। এই প্রচারপর্বে মহুয়া মৈত্রও গোয়ায়ন মাটি কামড়ে থেকে প্রচারে অংশ নেবেন।
শনিবার টুইট করে মহুয়া জানিয়েছেন, দল তাঁকে এই দায়িত্ব দেওয়ায় তিনি খুশি। গোয়ায় কাজ করার জন্য তিনি মুখিয়ে রয়েছেন। তাঁকে এই দায়িত্ব দেওয়ার ধন্যবাদ জানিয়েছেন দলের শীর্ষ নেতৃত্বকে।
Looking forward to doing my very best. Thank you for the opportunity @MamataOfficial https://t.co/Dr5w901AP4
— Mahua Moitra (@MahuaMoitra) November 13, 2021