প্রতিবেদন: আমরা বাংলায় কথা বলি, বাংলায় গান গাই। বিজেপি জোর করেও আমাদের ওপর হিন্দি চাপিয়ে দিতে পারেনি। সোমবার প্রসূন ভৌমিকের ‘আবার বিজল্প’ প্রকাশের অনুষ্ঠানে এসে এমনটাই জানালেন রাজ্যের মন্ত্রী তথা নাট্য ব্যক্তিত্ব ব্রাত্য বসু। মন্ত্রীর কথায়, কলকাতার সমস্ত সাহিত্যপ্রেমীদের কাছে বিজল্প এক রঙিন স্মৃতি। ব্রাত্য বসু ছাড়াও উপস্থিত ছিলেন সংগীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়, অমর মিত্র, সৈকত মিত্র, সুপ্রিয় চৌধুরী, নাজমুল হক-সহ বিশিষ্টরা।
আরও পড়ুন-মহাকরণ সংস্কারে গতি আনতে তৎপর হল রাজ্য
একটি পত্রিকার আকারে পথ চলা শুরু করে ‘বিজল্প’, তারপর ক্রমশ শুরু হয় পুরোদমে বই প্রকাশের কাজ। আর ‘বিজল্প’ মানে, কবির কথায়, বিশুদ্ধ সাহিত্যের সঙ্গে বিশুদ্ধ প্রতিবাদ। কবিকে তাই এর আগেও আমরা দেখেছি সিঙ্গুর, নন্দীগ্রামের কৃষকদের পাশে গিয়ে কবিতা লিখতে। আর এইসময় সিএএ বিরোধী আন্দোলনের পাশেও আমরা দেখেছি তাঁকে। ব্রাত্য বসু বলেন, একটা সময় কলেজ স্ট্রিট পাড়ায় আমরা ঘণ্টার পর ঘণ্টা সময় কাটাতাম। অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে। এখনও বিজল্পর কোনও তুলনা হয় না। ভোটের প্রচারে গিয়ে প্রধানমন্ত্রী ধর্মীয় বিভাজন করছেন, সাম্প্রদায়িক কথা বলছেন। ইতিহাস প্রসিদ্ধ নানান জায়গার নাম বদলে দেওয়া হচ্ছে। অদ্ভুত রাজনীতির দিকে আমাদের ঠেলে দিচ্ছে। মাছ-ভাত খাওয়ায় কিছুদিন পরে হাত পড়তে পারে।