লোকসভা ভোট চলাকালীন রাজনৈতিক মহলে শোকের বার্তা। প্রয়াত বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী সুশীল কুমার মোদী (Sushil Kumar Modi)। গত কয়েক মাস ধরে ক্য়ান্সারে আক্রান্ত ছিলেন। চিকিৎসা চলছিল দিল্লির এইমসে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। আগামিকাল, অর্থাৎ মঙ্গলবার পটনার রাজেন্দ্রনগরে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।
আরও পড়ুন-সাংস্কৃতিক প্রতিবাদের কণ্ঠ ‘আবার বিজল্প’
বেশ কয়েক দফায় বিহারের উপমুখ্যমন্ত্রী হওয়া ছাড়াও তিনি লোকসভা ও রাজ্যসভার প্রাক্তন সাংসদ ছিলেন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় এবার তিনি লোকসভা নির্বাচনে লড়েননি। সুশীল মোদীকে ছোট মোদী বা বিহারের মোদী নামে ডাকা হত। নীতীশ কুমারের সঙ্গে বিজেপির জোটের ফলে বাবরাবর বিহারের উপমুখ্যমন্ত্রী হয়েই থেকে যান তিনি। তবে বিহারে বিজেপির বড় নেতা হিসেবে রাজনৈতিক মহলে বেশ সুনাম অর্জন করেছিলেন তিনি। যদিও ২০১৯ লোকসভা নির্বাচনের পর থেকে নিজের দলেই তিনি বেশ কোণঠাসা হয়ে পড়েছিলেন। এই নিয়ে প্রকাশ্যে আক্ষেপও করেন তিনি।