সংবাদদাতা, কাঁথি : তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় নির্বাচনী প্রচারে কাঁথি আসছেন। ১৭-র পরিবর্তে ১৬ মে কাঁথিতে তাঁর মেগা র্যালিতে অংশ নেওয়ার কথা ঘোষণা করেছে তৃণমূল। এর আগে বহুবার কাঁথিতে দলনেত্রী সভা করেছেন। কিন্তু রাজপথে এই প্রথম পদযাত্রা করবেন। রাজ্যের কোনও মুখ্যমন্ত্রী এর আগে কাঁথি শহরে পদযাত্রা করেননি। ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পদযাত্রা ঐতিহাসিক হতে চলেছে। দলনেত্রীর কর্মসূচি চূড়ান্ত হওয়ায় উদ্দীপ্ত তৃণমূল শিবির।
আরও পড়ুন-জঙ্গলমহলে জনসভা মুখ্যমন্ত্রীর, মাঠ দেখে গেলেন প্রশাসন-কর্তা দলের বিধায়ক, নেতা
১২ মে সিএমও থেকে পদযাত্রা বাতিল করে ১৬ মে মারিশদার দুরমুঠের মাঠে জনসভা করবেন মুখ্যমন্ত্রী জানানো হয়। সেইমতো প্রস্তুতি শুরু হয়ে যায়। সোমবার জেলা পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য, জেলা তৃণমূল সভাপতি পীযূষকান্তি পন্ডা, জেলা যুব তৃণমূল সভাপতি সুপ্রকাশ গিরি-সহ পুলিশের বিরাট টিম নিয়ে মাঠ পরিদর্শন করেন। দমকল, বিদ্যুৎ, স্থানীয় পুলিশ প্রশাসন ও পঞ্চায়েত প্রতিনিধিদের নিয়ে সিএমও-র প্রতিনিধিরা মাঠের পাশেই বৈঠক করেন। কিন্তু বৈঠক চলাকালীনই সিএমও থেকে সভা বাতিল করে পদযাত্রা কর্মসূচি নির্দিষ্ট করা হয়। বৃষ্টির কারণে মাঠে জল জমতে আশঙ্কা করেই সভা বাতিল করা হয়। তবে শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রী কাঁথি আসছেন এই খবরে রীতিমতো উদ্দীপিত তৃণমূল কর্মী-সমর্থকেরা। ইতিমধ্যে র্যালি সফল করতে বিভিন্ন এলাকায় প্রচার শুরু হয়ে গিয়েছে। ১৬ মে কাঁথি আসার আগে হলদিয়ায় জনসভা করবেন মুখ্যমন্ত্রী। তারপর কপ্টারে কাঁথি আসবেন। কাঁথি থেকে দিঘা বাইপাস না অন্য কোনও রাস্তা ধরে তাঁর পদযাত্রা হবে, কোথায় হেলিপ্যাড হবে, সোমবার সরজমিনে দেখতে জেলা পুলিশের প্রতিনিধিদল কাঁথির চেয়ারম্যান সুপ্রকাশ গিরিকে নিয়ে এলাকায় আসেন। পাশাপাশি ২২ মে নন্দীগ্রামে জনসভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর মধ্যেই ১৭ থেকে ২৩ মে তমলুকের দলীয় প্রার্থী দেবাংশু ভট্টাচার্য ও কাঁথির প্রার্থী উত্তম বারিকের সমর্থনে জেলায় মেগা প্রচারে আসছেন অভিনেতা ফিরহাদ হাকিম, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, দেব, ইউসুফ পাঠান, রচনা বন্দ্যোপাধ্যায়, শতাব্দী রায়, রাজ চক্রবর্তী, জুন মালিয়া, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, অদিতি মুন্সি-সহ তৃণমূলের এক ঝাঁক তারকা মুখ।