প্রতিবেদন : জামিন পেলেন না হেমন্ত সোরেন। ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী ঝাড়খণ্ড মুক্তিমোর্চার নেতা হেমন্ত সোরেনের অন্তর্বর্তী জামিনের আবেদন সোমবার খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি দীপঙ্কর দত্তর বেঞ্চে এদিন উঠেছিল মামলাটি।
আরও পড়ুন-বিহারে ঝড় তুলেছেন তেজস্বী, বিপদ বুঝে নীতীশকে এড়িয়ে চলছে বিজেপি
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের উদাহরণ তুলে ধরে হেমন্ত সোরেনের আইনজীবী কপিল সিব্বাল বলেন, নির্বাচনী প্রচারে অংশ নেওয়ার জন্য অন্তর্বর্তী জামিন দেওয়া হোক তাঁকে। কিন্তু সেই আর্জি গ্রাহ্য হল না শীর্ষ আদালতে। আগামী ১৭ মে মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়। লক্ষণীয়, আর্থিক দুর্নীতি মামলায় ইডির হাতে তাঁর গ্রেফতারিকে চ্যালেঞ্জ জানিয়ে ঝাড়খণ্ড হাইকোর্টে প্রথমে মামলা দায়ের করেছিলেন হেমন্ত সোরেন। কিন্তু সেখানে খারিজ হয়ে যায় সেই আর্জি। এরপরই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তাঁর আইনজীবী।