কথা রেখেছেন দেব, দর্শন পেয়ে আপ্লুত পান্তি পিসি

‘দেবদর্শন’ পেয়ে ধন্য হলেন পিসি। খুশিতে তিনি আত্মহারা। ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার অন্তর্গত সোনামুই এলাকায়।

Must read

মৌসুমি মাহালি, দাসপুর: ‘দেবদর্শন’ পেয়ে ধন্য হলেন পিসি। খুশিতে তিনি আত্মহারা। ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার অন্তর্গত সোনামুই এলাকায়। দাসপুরের সোনামুই এলাকার এক বিধবা গৃহবধূর নাম শিখা চক্রবর্তী ওরফে পান্তি পিসি। যাঁর খবর সংবাদের শিরোনামে উঠে এসেছিল ২০২২-এর মে মাসে। ওই সময় ঘূর্ণিঝড়ে পিসির ভাঙাচোরা বাড়ির চাল উড়ে গিয়েছিল। সেই খবর সম্প্রচার করে সংবাদ মাধ্যম।

আরও পড়ুন-ভয় পেয়েছে গদ্দার, এক্স বার্তায় খোঁচা তৃণমূলের

সংবাদমাধ্যমের খবর দেখার পর ঘাটালের বিদায়ী সাংসদ দীপক অধিকারী তথা দেব তাঁর পাকা বাড়ি তৈরি করে দেওয়ার দায়িত্ব নেন। কথামতো ঠিক এক বছরের মাথায় প্রায় পাঁচ লক্ষ টাকা দিয়ে তাঁকে দু কামরার একটি পাকা বাড়ি নির্মাণ করে দেন। বাড়ি তৈরির পর পিসির আবদার ছিল তাঁর বাড়ির গৃহপ্রবেশে দেব যেন অবশ্যই আসেন। কিন্তু তখন কোনও কারণবশত দেব আসতে পারেননি। গতকাল দাসপুরের বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচার সেরে দেব নিজে থেকেই পিসির বাড়িতে এসে আশীর্বাদ নিয়ে যান। সঙ্গে পিসির বানানো হাতের এক কাপ চাও খেয়ে যান। বিছানায় বসে পিসির সঙ্গে গল্পও করেন। এতখানি প্রাপ্তি পিসি আশা করেননি, তাই আনন্দে আত্মহারা। জানান, ভগবান দেব তাঁর বাড়িতে এসেছেন, তিনি সারা জীবন মনে রাখবেন।

Latest article