প্যারিস, ১৪ মে : মরশুম শেষ হলেই প্যারিস ছাড়ছেন কিলিয়ান এমবাপে। তাঁর সম্ভাব্য গন্তব্যস্থল মাদ্রিদ। নতুন মরশুমে তাঁকে রিয়ালের জার্সি গায়ে দেখা যাবে। তার আগে ফ্রেঞ্চ প্লেয়ার্স ইউনিয়নের বিচারে টানা পঞ্চমবারের মতো ফরাসি লিগের বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতলেন এমবাপে। এই মরশুমে পিএসজির জার্সিতে সব টুর্নামেন্ট মিলিয়ে মোট ৪৪টি গোল করেছেন। ফরাসি লিগে তাঁর গোল ২৭টি। তিনিই লিগের টপস্কোরার। দুর্দান্ত এই পারফরম্যান্সের পুরস্কার পেলেন বর্ষসেরার সম্মান জিতে।
আরও পড়ুন-কথা রেখেছেন দেব, দর্শন পেয়ে আপ্লুত পান্তি পিসি
বর্ষসেরা তরুণ ফুটবলারের পুরস্কার জিতেছেন পিএসজির মিডফিল্ডার ওয়ারেন জেইর-এমেরি। বর্ষসেরা গোলকিপার পিএসজিরই জিয়ানলুইজি দোন্নারুমা। তবে বর্ষসেরা কোচের পুরস্কার পেয়েছেন ব্রেস্তের এরিক রয়। এদিকে, পিএসজির ঘরের মাঠ পার্ক দ্য প্রিন্সেসে ইতিমধ্যেই শেষ ম্যাচ খেলে ফেলেছেন এমবাপে। বিদায়ী ম্যাচে নিজে গোল করলেও, দল হেরে যাওয়াতে সমর্থকদের বিদ্রুপের শিকার হতে হয়েছিল এমবাপেকে। যদিও সতীর্থ উসমান ডেম্বেলে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন এমবাপেকে। তিনি বলেন, ‘‘কিলিয়ান পিএসজির কিংবদন্তি। ও ক্লাবকে অনেক সাফল্য দিয়েছে। ওকে নিয়ে আমরা সবাই গর্বিত।’’