নয়াদিল্লি, ১৪ মে : টিম মালিকের সঙ্গে কে এল রাহুলের ডিনারে বিতর্কে যবনিকা পড়লেও ভাগ্য বদলাল না লখনউ সুপার জায়ান্টসের। দিল্লি ক্যাপিটালসের (LSG vs Delhi Capitals) বিরুদ্ধে হেরে প্লে-অফ স্বপ্ন কার্যত শেষ রাহুলদের। বঙ্গতনয় অভিষেক পোড়েলের আরও এক বিস্ফোরক অর্ধশতরান, ট্রিস্টান স্টাবসের ঝোড়ো ইনিংস এবং ইশান্ত শর্মার বিধ্বংসী বোলিং দিল্লিকে ১৯ রানে জেতাল। লখনউ হারায় এদিন প্লে-অফ নিশ্চিত করে ফেলে রাজস্থান রয়্যালস। ১৪ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে মরশুম শেষ করলেও ঋষভ পন্থদের প্লে-অফ খেলার সম্ভাবনা নেই বললেই চলে। স্রেফ অঙ্কে বেঁচে দিল্লি। আশাও প্রায় নেই। কারণ, ইতিমধ্যেই সমসংখ্যক পয়েন্ট ও নেট রানরেটে প্রথম চারে ভাল জায়গায় রয়েছে চেন্নাই (তৃতীয়) ও হায়দরাবাদ (চতুর্থ)। সিএসকে-র একটি এবং হায়দরাবাদের এখনও দু’টি ম্যাচ বাকি। সিএসকে-র সঙ্গে শেষ ম্যাচের আগে আরসিবি ১৪ পয়েন্ট নিয়ে রয়েছে পাঁচ নম্বরে। প্লে-অফের দৌড়ে বিরাট কোহলিরাও। লখনউয়ের (১৩ ম্যাচে ১২ পয়েন্ট) আশাও কার্যত নেই।
কোটলায় দিল্লির ঘরের মাঠে ২০৯ রান তাড়া করতে নেমে ইশান্তের বোলিং বিক্রমে ৪৪-৪ হয়ে গিয়েছিল লখনউ। সেখান থেকে তারা ১৮৯ পর্যন্ত পৌঁছতে পারল নিকোলাস পুরান (২৭ বলে ৬১) ও আরশাদ খানের (৩৩ বলে অপরাজিত ৫৮) দাপুটে ব্যাটিংয়ের সৌজন্যে। লখনউয়ের টপ অর্ডার ভেঙে ৩ উইকেট নিয়ে দিল্লির সফল বোলার অভিজ্ঞ ইশান্ত। তিনিই ম্যাচের সেরা।
আরও পড়ুন-একশো টাকা ঘুষ দিয়ে অপমান মহিলাদের , শাহকে তোপ ডেরেকের
দিল্লি ক্যাপিটালসের(LSG vs Delhi Capitals) বিরুদ্ধে ডু-অর-ডাই ম্যাচের আগেই বরফ গলেছিল। সোমবার রাতে লখনউ মালিক সঞ্জীব গোয়েঙ্কা দিল্লিতে নিজের বাসভবনে ডাকেন কে এল রাহুলকে। স্পেশাল ডিনারে শুধু মান ভাঙানোর চেষ্টা করলেন টিমের ক্যাপ্টেনকে? নাকি রাহুলের কাছে মাথানত করতে বাধ্য হলেন? দ্বিতীয় প্রশ্নের উত্তরেই সায় দিয়েছে ওয়াকিবহাল মহল। টিম মালিকের সঙ্গে রাহুলের করমর্দন ও আলিঙ্গনের ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তার আগে রাহুলের স্ত্রী আথিয়া শেট্টি বিতর্কের ঝড় থামার ইঙ্গিত দিয়ে পোস্ট করেছিলেন। ইনস্টাগ্রাম পোস্টে আথিয়া লেখেন, ‘ঝড়ের পর সব শান্ত’।
মাঠের বাইরে ঝড় থামলেও মাঠে বেহাল লখনউয়ের ‘নবাব’রা। টসে জিতে কোটলায় দিল্লিকে প্রথমে ব্যাট করতে পাঠান লখনউ ক্যাপ্টেন। প্রথম ওভারে জেক ফ্রেজার ম্যাকগার্ককে ফিরিয়ে দিলেও বাংলার ছেলে অভিষেক পোড়েল রুখে দাঁড়ান। বিস্ফোরক ব্যাটিংয়ে আইপিএলে নিজের দ্বিতীয় অর্ধশতরান পূর্ণ করে পাল্টা লড়াই ছুঁড়ে দেন লখনউকে। তাঁকে যোগ্য সঙ্গত করেন সাই হোপ (৩৮)। মাত্র ২১ বলে অর্ধশতরান করেন পোড়েল। শেষ পর্যন্ত নবীন উল হকের বলে ৩৩ বলে ৫৮ রান করে আউট হন বঙ্গতনয়। অধিনায়ক ঋষভ পন্থ (২৩ বলে ৩৩) করেন। শেষ দিকে ত্রিস্তান স্টাবসের (২৫ বলে অপরাজিত ৫৮) ঝোড়ো ব্যাটিং দিল্লিকে ২০০-র গণ্ডি টপকাতে সাহায্য করে।