হায়দরাবাদ, ১৫ মে : বৃহস্পতিবার আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে গুজরাট টাইটান্সের মুখোমুখি সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad)। ঘরের মাঠে আয়োজিত ম্যাচটা জিতলেই প্লে-অফে খেলা নিশ্চিত করে ফেলবে হায়দরাবাদ (Sunrisers Hyderabad)। অন্যদিকে, ১৩ ম্যাচে ১১ পয়েন্ট পাওয়া গুজরাট ইতিমধ্যেই শেষ চারের দৌড় থেকে ছিটকে গিয়েছে। তাই এই ম্যাচটা শুভমন গিলদের কাছে নিছকই নিয়মরক্ষার ম্যাচ।
এখনও পর্যন্ত কলকাতা নাইট রাইডার্স (১৩ ম্যাচে ১৯ পয়েন্ট) এবং রাজস্থান রয়্যালস (১২ ম্যাচে ১৬ পয়েন্ট) প্লে-অফে জায়গা পাকা করে ফেলেছে। ১২ ম্যাচে ১৪ পয়েন্ট হায়দরাবাদের। গুজরাটকে হারালে প্যাট কামিন্সরাও পৌঁছে যাবেন ১৬ পয়েন্টে। যা শেষ চারে ওঠার জন্য যথেষ্ট। কিন্তু হেরে গেলে, চাপ বাড়বে। সেক্ষেত্রে শেষ ম্যাচে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে জিততেই হবে কামিন্সদের।
আরও পড়ুন- কাঁথিতে হার নিশ্চিত বুঝে বিজেপির ঘৃণ্য কৌশল
এবারের আইপিএলে হায়দরাবাদের বড় ভরসা ব্যাটিং। ট্র্যাভিস হেড, অভিষেক শর্মা, হেনরিখ ক্লাসেনরা ক্রিজে গিয়ে বিধ্বংসী মেজাজে ব্যাট করছেন। হেড তো ৫৩৩ রান করে টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে রয়েছে। অভিষেকও চারশোর বেশি রান করে ফেলেছেন। বল হাতে চমৎকার ফর্মে রয়েছেন টি নটরাজন (১৫ উইকেট) ও অধিনায়ক কামিন্স (১৪ উইকেট)।
অন্যদিকে, গতবারের ফাইনালিস্ট গুজরাটের এবারের আইপিএল খুব খারাপ কেটেছে। ব্যাটিংয়ে সাই সুদর্শন (৫২৭ রান) এবং অধিনায়ক শুভমন (৪২৬ রান) ছাড়া বাকিরা কেউই ভরসা দিতে পারেননি। বোলিংয়ে রশিদ খান ও অভিজ্ঞ মোহিত শর্মা বাদে বাকিরা হতাশ করেছেন। তবে শেষ ম্যাচটা জিতেই টুর্নামেন্ট শেষ করতে মরিয়া শুভমনরা।