প্রতিবেদন : সপ্তাহখানেকের স্বস্তির পর ফের বাড়ছে গরম। তাই এবার নিত্যযাত্রীদের সুবিধার্থে অতিরিক্ত এসি বাস নামাচ্ছে পরিবহণ দফতর (Transport department)। ইতিমধ্যেই ভোটের জন্য বহু বাস তুলে নিয়েছে নির্বাচন কমিশন। এতে নিত্যযাত্রীরা সমস্যায় পড়ছেন। তাই পথে বেরিয়ে যাতে গরমে যাত্রীদের সমস্যার মধ্যে পড়তে না হয় সে-কারণে পর্যাপ্ত সংখ্যক বাস রাস্তায় নামানোর সিদ্ধান্ত নিয়েছে পরিবহণ দফতর (Transport department)। সংশ্লিষ্ট দফতর সূত্রে খবর, যেসব এসি বাস গত বছর পরিষেবা দেওয়ার পর খারাপ হয়ে গিয়েছিল, সেগুলি মেরামত করে রাস্তায় নামানোর উপযোগী করে তোলা হয়েছে। সেই বাসগুলিকেই রাস্তায় নামানো হচ্ছে। তবে শুধু কলকাতার মধ্যেই নয় কলকাতা-দিঘা, কলকাতা-দুর্গাপুর-সহ একাধিক রুটেও এসি বাস চালানো হবে। বর্তমানে পরিবহণ দফতরের হাতে থাকা ৬৩টি এসি ভলভো বাসের মধ্যে ২৫টি রাস্তায় চলছে। রাজ্যের হাতে যে ৩৫০টি এসি বাস ছিল, তার মধ্যে এখন চলছে ১০০-১৩০টি। বাকি বাসগুলোকেও খুব শীঘ্রই পথে নামানো হবে বলে খবর। চলতি এপ্রিল মাসের শেষ সপ্তাহের মধ্যেই ধাপে ধাপে একগুচ্ছ এসি বাস রাস্তায় নামানোর পরিকল্পনা নেওয়া হয়েছিল। সেই মতোই মেরামতির পর অতিরিক্ত এসি বাস নামাচ্ছে পরিবহণ দফতর।
আরও পড়ুন- সন্দেশখালির স্কুলে বিজেপির ভিনরাজ্যের নেতাদের গোপন বৈঠক, অভিযোগ দায়ের