সংবাদদাতা, মন্তেশ্বর : মৃত্যু (death) নিয়ে রাজনীতি করতে গিয়ে লেজেগোবরে হল বিজেপি। বৃহস্পতিবার বর্ধমানের মন্তেশ্বর থানার সেলে গ্রামের বিজেপি বুথ সভাপতি অভিজিৎ রায় পারিবারিক সমস্যার জেরে গোয়ালে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। বিজেপি সঙ্গে সঙ্গে এটা নিয়ে রাজনীতি করতে নেমে পড়ে। তৃণমূল খুন করে টাঙিয়ে দিয়েছে, অভিযোগ করে থানা ঘেরাও করে বিক্ষোভও দেখায়। অভিজিতের স্ত্রীকে চাপ দিতে থাকে তৃণমূলের নামে খুনের অভিযোগ দায়ের করার।
আরও পড়ুন-
কিন্তু বিজেপির চক্রান্ত ফাঁস করে দেন স্ত্রী রূপা। জানান, প্রতিদিনই মদ খেয়ে অশান্তি করতেন তাঁর স্বামী। প্রায়শই আত্মহত্যার হুমকি দিতেন। এবার সত্যিই গলায় দড়ি দিয়েছেন। অভিজিতের বাবাও পারিবারিক অশান্তির কথা বলেন। জানান, ছেলে মাঝে মাঝেই গলায় দড়ির কথা বলত। এর সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই। বিজেপির এই নোংরা রাজনীতির নিন্দা করেন তৃণমূল জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। বলেন, এই দুঃখজনক ঘটনা নিয়েও বিজেপি রাজনীতি করছে। রাজ্য তৃণমূল মুখপাত্র প্রসেনজিৎ দাস জানান, মৃতের পরিবারকে ভুল বুঝিয়ে রাজনৈতিক ফায়দা তোলার রাজনীতি যারা করে, তাদের ধিক্কার জানাই। ভোটেই এর জবাব দেবে মানুষ।