প্রতিবেদন : মোদি সরকার ডিজিটাল ইন্ডিয়ার সাফল্যের ঢাক পেটালেও বাস্তবের পরিসংখ্যান বলছে গোটা বিশ্বে ইন্টারনেট বন্ধ থাকার নিরিখে শীর্ষস্থানে রয়েছে ভারত। তাও আবার একবার নয়, পরপর ছ’বার। এর সবটাই যে প্রযুক্তিগত সমস্যার জন্য হয়েছে তা নয়, নেপথ্যে রয়েছে কেন্দ্রীয় সরকারের প্রশাসনিক ব্যর্থতা।
সমীক্ষা বলছে, ২০২৩ সালে গোটা বিশ্বে প্রশাসনের নির্দেশে ইন্টারনেট বন্ধ রাখা হয়েছিল মোট ২৮৩ বার।
আরও পড়ুন-ইডির গ্রেফতারির ক্ষমতায় রাশ টানল শীর্ষ আদালত
এর মধ্যে শুধু ভারতেই ইন্টারনেট পরিষেবা বন্ধ হয় ১১৬ বার। আর এই ঘটনার পিছনে একদিকে যেমন প্রযুক্তিগত বিভ্রাট রয়েছে তার পাশাপাশি আইনশৃঙ্খলার অবনতি ও অশান্তির কারণেও ইন্টারনেট সব থেকে বেশি বন্ধ থেকেছে এদেশে। ইন্টারনেট বন্ধ সংক্রান্ত আন্তর্জাতিক সমীক্ষক সংস্থা অ্যাকসেস নাও গত ৬ বছরে গোটা বিশ্বে মোট ১ হাজার ৪৫৮ বার ইন্টারনেট পরিষেবা বন্ধের খবর রেকর্ড করেছে। এর মধ্যে ৭৭৩ বার ইন্টারনেট বন্ধ হয়েছে ভারতে। স্বাভাবিকভাবেই এতে অর্থনীতির প্রভূত ক্ষতি হয়েছে। অর্থাৎ ইন্টারনেট বন্ধের পরিসংখ্যানই প্রমাণ করছে মোদি জমানার শেষ কয়েক বছরে দেশে অশান্তি এবং অসহিষ্ণুতা দুই-ই বাড়ছে। সেই কারণেই পরিস্থিতির সামাল দিতে এত বেশিবার ইন্টারনেট বন্ধ করতে হয়েছে প্রশাসনকে।