হামলা পাল্টা হামলা অব্যাহত। ফের ইজরায়েলের সেনাঘাঁটি লক্ষ্য করে হামলা চালাল হিজবুল্লা (Hezbollah)। বৃহস্পতিবার উত্তর ইজরায়েলের লোয়ার গ্যালিলি সেনা এবং বিমানঘাঁটি লক্ষ্য করে ৬০টি ‘কাতুসা’ রকেট ছোড়া হয়েছে, বিবৃতি জারি করে এমনটাই জানিয়েছে ইরানের সমর্থনপুষ্ট সশস্ত্র সংগঠন হিজবুল্লা।
আরও পড়ুন-প্রধানমন্ত্রীকে তীব্র কটাক্ষ ডেরেকের
এর জবাবে উত্তর-পূর্ব লেবাননে হিজবুল্লার (Hezbollah) অস্ত্র উৎপাদন কারখানায় বিমান হামলা চালিয়েছে ইজরায়েলি সেনা। পাশাপাশি বেক্কা উপত্যকার জনবসতি অঞ্চলেও হামলা চালিয়েছে। শুক্রবার ইজরায়েলি সেনার তরফে জানানো হয়েছে, লেবাননের যে এলাকা থেকে রকেট হামলা চালানো হয়েছে, সেখানেই হামলা চালানো হয়েছে। তবে হামলা পাল্টা হামলায় কোনও ক্ষয়ক্ষতি হয়নি বলেই জানা গিয়েছে। সম্প্রতি দক্ষিণ লেবাননের একাধিক গ্রামে ইজরায়েলি সেনার অনুপ্রবেশের জবাব দিতেই এই হামলা বলে মনে করা হচ্ছে।
২০২৩ সালের ৭ অক্টোবর ইজরায়েলি ভূখণ্ডে হামাসের রকেট হামলার পরেই স্বাধীনতাপন্থী প্যালেস্টাইনি সংগঠনটিকে শুভেচ্ছা জানিয়েছিল লেবাননে সক্রিয় শিয়া সংগঠন হিজবুল্লা। উপস্থিতি জানান দিতে ইজরায়েলি ভূখণ্ডে তিনটি রকেট ছুড়ে হামলা চালানো হয়েছিল তখন।