প্রতিবেদন : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে নির্লজ্জের মতো কুরুচিকর মন্তব্য করে নির্বাচন কমিশনের কাছে সপাটে থাপ্পড় খেলেন প্রাক্তন বিচারপতি তথা তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Gangopadhyay)। ২৫ মে তমলুকে ভোটগ্রহণের মুখে অভিজিৎকে শোকজ নোটিশ পাঠাল কমিশন। ২০ মে সোমবারের মধ্যে অভিজিতের জবাব চেয়ে নোটিশ পাঠানো হয়েছে। দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রীকে নিয়ে তাঁর মন্তব্য বিচারবুদ্ধিহীন, শালীনতার সীমা লঙ্ঘনকারী ও কুরুচিকর বলে জানিয়েছে কমিশন। শোকজের জবাব সন্তোষজনক না হলে তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে পারে কমিশন। পাশাপাশি, অভিজিতের বিরুদ্ধে তৃণমূলের তোলা নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগকেও মান্যতা দিয়েছে নির্বাচন কমিশন।
গত বুধবার হলদিয়ার এক জনসভা থেকে প্রকাশ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে অত্যন্ত ঘৃণ্য ও নিন্দনীয় মন্তব্য করেছেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Gangopadhyay)। প্রথমে বিচারপতির আসনে বসে বিজেপির সঙ্গে ষড় করে সেই আসনকে কলুষিত করেছেন। তারপর ভদ্রতার খোলস ছেড়ে সরাসরি বিজেপিতে যোগ দিয়ে বিভিন্ন সময়ে তৃণমূলনেত্রীকে নিয়ে যা নয় তাই বলে নির্লজ্জতার সমস্ত সীমা লঙ্ঘন করেছেন অভিজিৎ। গত ১৫ মে তৃণমূল সুপ্রিমোকে নিয়ে করা অভিজিতের বিতর্কিত মন্তব্যের তীব্র নিন্দা করে বুধবারই নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছিল তৃণমূল কংগ্রেস। সেই অভিযোগকে মান্যতা দিয়ে এবার অভিজৎকে শোকজ নোটিশ পাঠিয়ে কমিশন জানিয়েছে, আগামী সোমবার বিকেল ৫টার মধ্যে অভিজিৎকে তাঁর কুরুচিকর মন্তব্যের জবাব দিতে হবে। যদি নির্ধারিত সময়ের মধ্যে বিজেপি প্রার্থীর থেকে কোনও জবাব না আসে, তাহলে ধরে নেওয়া হবে এই বিষয়ে তাঁর কিছু বলার নেই। সেক্ষেত্রে কমিশন নিজের মতো সিদ্ধান্ত নিতে পারে বা পদক্ষেপ করতে পারে। একইসঙ্গে কমিশন সঙ্গে এও জানিয়েছে, বিষয়টি গুরুত্ব দিয়ে যাচাই করে প্রাথমিকভাবে দেখা গিয়েছে অভিজিতের ওই মন্তব্য অত্যন্ত আপত্তিকর এবং আদর্শ আচরণবিধি ও কমিশনের অ্যাডভাইজরির পরিপন্থী।
আরও পড়ুন-জনসমুদ্র: তমলুকে দেবাংশুকে পাশে নিয়ে রোড শো অভিষেকের