প্রতিবেদন: কারণটা আদৌ স্পষ্ট নয়। কিন্তু বিদেশি পড়ুয়াদের উপরে একের পর এক ঘটে চলেছে হামলার ঘটনা। লক্ষ্য, ভারতীয় পড়ুয়ারাও। পাকিস্তান এবং বাংলাদেশি ছাত্রদের পাশাপাশি ভারতীয়দের উপরেও আক্রমণ চলছে কিরিগিজস্তানের রাজধানী বিশকেকে। কয়েকজন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। নিরাপত্তার স্বার্থে পড়ুয়াদের ঘরে থাকার নির্দেশ দিয়েছে ভারতীয় দূতাবাস। পাকিস্তানি পড়ুয়াদের হস্টেলে সম্প্রতি আক্রমণ চালায় উত্তেজিত জনতা। তারপরেই ভারতীয় ছাত্রদের বাইরে না বের হবার নির্দেশ ভারতীয় দূতাবাসের। সবমিলিয়ে রীতিমতো উত্তপ্ত হয়ে উঠেছে কিরগিজস্তানের বিশকেক। বাইরে থেকে আসা পড়ুয়ারা নিরাপত্তার অভাবে ভুগছেন। তবে ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে, সেখানকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ভারতীয় পড়ুয়াদের নিরাপত্তা এবং অভাব-অভিযোগের উপরে নজর রাখা হচ্ছে।
আরও পড়ুন-ছয় লাফে প্লে-অফে আরসিবি, ছিটকে গেল চেন্নাই
কিন্তু অশান্তির সূত্রপাতটা ঠিক কোথায়? সম্প্রতি কিরগিজ এবং মিশরীয় পড়ুয়াদের মধ্যে কোনও কারণে একটা গন্ডগোল বেধেছিল। সেই ঘটনার ভিডিও ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গেই অগ্নিগর্ভ হয়ে ওঠে পরিস্থিতি। কিন্তু এরসঙ্গে কোনও সম্পর্ক না থাকা সত্ত্বেও কোনও কারণ ছাড়াই আন্তর্জাতিক পড়ুয়াদের উপর হামলা করা হচ্ছে বলে অভিযোগ৷ এই আবহে পড়ুয়াদের ঘরে থাকার নির্দেশ দিল ভারত৷ এই বিষয়ে এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করা হয়েছে কিরগিজে ভারতীয় দূতাবাসের তরফে৷ সেখানে স্পষ্ট বলা হয়েছে, পড়ুয়াদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে৷ তবে পরিস্থিতি এখন অনেকটাই শান্ত৷ কিন্তু নিরাপত্তার খাতিরে ঘরের মধ্যে থাকারই নির্দেশ দেওয়া হচ্ছে পড়ুয়াদের। কোনও সমস্যা হলে দূতাবাসের সঙ্গে সরাসরি যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে। বিদেশমন্ত্রী এস জয়শঙ্করও জানিয়েছেন, ভারতীয় পড়ুয়াদের নিরাপত্তার উপর নজর রাখা হচ্ছে।
আরও পড়ুন-দিনের কবিতা
এদিকে পাকিস্তানি পড়ুয়াদের উপরে ক্রমাগত হামলা চলতে থাকায় উদ্বিগ্ন সে দেশের সরকার। তবে ৪ পাকিস্তানির মৃত্যুর খবর এলেও সরকারি তথ্যে তার সত্যতা নিয়ে কিছু বলা হয়নি।
পাকিস্তানি পড়ুয়াদের অভিযোগ, পাকিস্তানি দূতাবাস কিংবা কিরগিজ সরকারের পক্ষ থেকে কোনও সাহায্য পাওয়া যাচ্ছে না। চিকিৎসার প্রয়োজনেও নয়। যদিও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের বক্তব্য, কিরগিজস্তানে পাকিস্তান দূতাবাসকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু ভারত, পাকিস্তান কিংবা বাংলাদেশের পড়ুয়ারা কিছুতেই বুঝে উঠতে পারছেন না, তাঁদের উপরে কেন হামলা চলছে।