ঝাড়গ্রাম (Jhargram) আসনে এবার সাঁওতালি সাহিত্যিক কালীপদ সোরেনকে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। আজ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) কালীপদের সমর্থনে জনসভা করলেন। গত লোকসভা ভোটে ঝাড়গ্রাম আসন বিজেপির দখলে ছিল। তৃণমূল সেই আসন পুনরুদ্ধার করতে নজর দিয়েছে।
আরও পড়ুন-২০০ আসন জোটানোই কঠিন হবে বিজেপির, ফের বিস্ফোরক নির্মলার স্বামী
এদিন মঞ্চ থেকে অভিষেক বলেন, ‘‘৪০-৪২ ডিগ্রি সেলসিয়াসের গরমকে উপেক্ষা করে মানুষ সভায় এসেছেন। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি তাঁদের সবাইকে। যাঁরা কুড়মি আন্দোলন করছেন, তাঁদের মুখে কখনও ‘জয় শ্রীরাম’ স্লোগান থাকতে পারে না। যে কুনার হেমব্রম গত পাঁচ বছর সাংসদ থেকেছেন বিজেপির, তিনিও বলছেন, তফসিলি জনজাতিকে উপেক্ষা করেছে বিজেপি।”
আরও পড়ুন-বাংলায় বৌদ্ধদের প্রচারক্ষেত্র এবং তার ইতিহাস
এদিন ফের কেন্দ্রের বঞ্চনার প্রয়োজনগো তুলে তিনি বলেন, ‘‘১০০ দিনের কাজের টাকা বিজেপি বন্ধ করে রেখেছে। নবজোয়ার যাত্রায় যখন ঝাড়গ্রামে এসেছিলাম, মুষলধারে বৃষ্টি হচ্ছে। দুই আদিবাসী ভাই তাঁদের মাকে নিয়ে ছাতা নিয়ে দাঁড়িয়ে আছেন। তাঁরা বলেছিলেন, ১০০ দিনের কাজের টাকা পাইয়ে দিন। তাঁরা বলেছিলেন, বিজেপিকে ভোট দিয়ে ভুল করেছি। খাল কেটে কুমির এনেছি। ভোট দিন ১০০ দিনের কাজের টাকা এবং লক্ষ্মীর ভান্ডারকে সামনে রেখে। আপনারা কি চান না যে, লক্ষ্মীর ভান্ডার চলুক? প্রধানমন্ত্রী চাইলেও আপনাদের লক্ষ্মীর ভান্ডার বন্ধ করতে পারবেন না। আমি গ্যারান্টি দিয়ে যাচ্ছি।’’
আরও পড়ুন-জেল ভরো আন্দোলনের ডাক দিলেন কেজরিওয়াল
এরপরেই কেন্দ্রকে চ্যালেঞ্জ করে অভিষেক বলেন, ‘‘আমাকে আটকানোর চেষ্টা করেছিল। ভেবেছিল আমি হয়তো পালিয়ে যাব। বছর খানেক আগে। আমি তিন কিলোমিটার হেঁটে গিয়েছি। বিরবাহারা রেগে গিয়েছিল। আমি বলেছিলাম প্ররোচনায় পা দেবে না। আমরা শান্তির সঙ্গে কাজ করব। নিশ্চিন্তে ঘুমোবেন। কথা দিয়ে গেলাম, আপনার লক্ষ্মীর ভান্ডার কেউ বন্ধ করতে পারবে না। কালীপদকে ইভিএমের দু’নম্বর বোতাম টিপে দু’নম্বরি নেতাদের কষে থাপ্পড় লাগান। আমি সকলকে কথা দিয়ে যাচ্ছি, তার প্রতিদান আমি দেব। সার্বিক উন্নয়ন যাতে বাধাপ্রাপ্ত না হয় জঙ্গলমহলে, তা সুনিশ্চিত করব। আবার দু’মাস পর দেখা করে সবার সঙ্গে জয়ের আনন্দ ভাগ করে নেব।’’