সংবাদদাতা, কোচবিহার : বাংলাদেশ সীমান্তে চ্যাংরাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্টে পরিকাঠামো উন্নয়নে জোর দিয়েছে জেলা প্রশাসন। সীমান্ত এলাকায় দু’দেশের মধ্যে যাতায়াতকারী যাত্রীদের সুবিধার জন্য বিশ্রামাগার তৈরির ব্যবস্থা করা হবে। মেখলিগঞ্জের চ্যাংরাবান্ধায় বাংলাদেশ সীমান্ত গ্রাম পরিদর্শনে যান জেলাশাসক অরবিন্দ কুমার মিনা। তাঁর সঙ্গে ছিলেন মেখলিগঞ্জ মহকুমা প্রশাসনের আধিকারিকরা। সীমান্তে বিএসএফের সঙ্গেও কথা বলেন তিনি। জেলাশাসক অরবিন্দ কুমার মিনা জানান, ভোটপর্ব মিটলে এই কাজ শুরু হবে। যাত্রীদের সুবিধার জন্য এই বিশ্রামাগার তৈরি হচ্ছে।
আরও পড়ুন-বিরাট-পরীক্ষার মুখে রাজস্থান
জানা গিয়েছে, চ্যাংরাবান্ধা সীমান্তের ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দু’দেশের মধ্যে নাগরিকরা যাতায়াত করেন। কোথায় তৈরি হবে এই বিশ্রামাগার সেই জায়গা নিয়েও আলোচনা হয়েছে। জানা গিয়েছে, পরিকাঠামো উন্নয়নে দুই কোটি টাকা ব্যয় হবে। দু’দেশের মধ্যে যাতায়াত করা যাত্রীদের এই বিশ্রামাগার তৈরি হলে খুব সুবিধা হবে।