প্রতিবেদন : পালানোর আর কোনও পথ নেই। মহিলা কুস্তিগিরদের যৌন হেনস্থার অভিযোগে এবার বিচারের মুখোমুখি হতেই হচ্ছে গেরুয়া কুস্তিকর্তাকে। বিপাকে প্রাক্তন কুস্তিকর্তা ব্রিজভূষণ শরণ সিং। জাতীয় কুস্তি সংস্থার প্রাক্তন প্রধান-এর বিরুদ্ধে সরকারি ভাবে চার্জ গঠন করল আদালত। ব্রিজভূষণের বিরুদ্ধে যে যে ধারায় অভিযোগ আনা হয়েছে, তার ভিত্তিতে মঙ্গলবার আদালত সরকারি ভাবে চার্জ গঠন করেছে। চার্জ গঠন করা হয়েছে প্রাক্তন সহ-সচিব বিনোদ তোমারের বিরুদ্ধেও। মহিলা কুস্তিগিরদের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ রয়েছে ব্রিজভূষণের বিরুদ্ধে। যদিও সেই অভিযোগ স্বীকার করেননি ব্রিজভূষণ। কিন্তু অনেক অনেক চেষ্টা করেও আবার নির্বাচনে লড়ার বাসনা মেটেনি তাঁর। আদালতে মামলা ঝোলায়, নির্বাচনে টিকিটই দেয়নি তাঁর দল।
আরও পড়ুন-সীমান্তে ইমিগ্রেশন চেকপোস্ট উন্নয়নে উদ্যোগী প্রশাসন
মঙ্গলবার ছিল ব্রিজভূষণের দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে হাজিরা। সেখানেই ব্রিজভূষণ দাবি করেন, তিনি কোনও অপরাধ করেননি। অতিরিক্ত মুখ্য মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট প্রিয়াঙ্কা রাজপুত ব্রিজভূষণকে জিজ্ঞাসা করেন, তিনি কি অপরাধ স্বীকার করছেন? জবাবে ব্রিজভূষণ নিজের পক্ষে সাফাই গেয়েছেন যথারীতি। প্রাক্তন সহ-সচিব বিনোদ তোমারের বিরুদ্ধেও চার্জ গঠন করা হয়েছে। দু’জনের কেউই অপরাধ স্বীকার না করায় এবার বিচারপ্রক্রিয়া শুরু হবে। প্রাক্তন কুস্তি কর্তার ব্রিজভূষণের বিরুদ্ধে মোট ছ’টি মামলা হয়েছিল। গত ১০ মে তার মধ্যে পাঁচটিতেই চার্জ গঠনের নির্দেশ দিয়েছিলেন বিচারক। বাকি একটি মামলা খারিজ হয়ে গিয়েছিল। ভারতীয় দণ্ডবিধির ৩৫৪ এবং ৩৫৪ডি ধারায় চার্জ গঠনের নির্দেশ দিয়েছিলেন বিচারক। একই সঙ্গে দ্বিতীয় অভিযুক্ত বিনোদ তোমারের বিরুদ্ধে ৫০৬ ধারায় চার্জ গঠনের নির্দেশ দিয়েছিলেন বিচারক।
আরও পড়ুন-বিরাট-পরীক্ষার মুখে রাজস্থান
গত বছর ব্রিজভূষণের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৫৪, ৩৫৪এ, ৩৫৪ডি এবং ৫০৬ ধারায় চার্জশিট পেশ করেছিল দিল্লি পুলিশ। এবার বিচারের পালা। স্পষ্টতই অস্বস্তিতে গেরুয়া শিবির।