প্রতিবেদন : অসহ্য দাবদাহের মধ্যেই গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে হবে দিল্লির মানুষকে। শনিবার ষষ্ঠ দফায় দিল্লিতে ভোটগ্রহণ। তার অনেক আগেই তাপপ্রবাহের বিষয়ে রাজধানী দিল্লিতে জারি হল ‘লাল সতর্কতা’। ৩০ জুন অবধি ছুটি দেওয়া হয়েছে সমস্ত স্কুলে। সোমবার দিল্লির বিভিন্ন অঞ্চলের তাপমাত্রা ৪৭ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে। তারই প্রেক্ষিতে আবহাওয়া অফিস মঙ্গলবার এই সতর্কতা জারি করেছে। আবহাওয়া অফিস বলছে, সামনের পাঁচদিন এই তীব্র তাপপ্রবাহ চলবে। অর্থাৎ ২৫ মে ষষ্ঠ দফার ভোটের সময় দিল্লি জ্বলেপুড়ে খাক হবে। এ পরিস্থিতিতে দিল্লির সব স্কুলে গরমের ছুটির ঘোষণা করা হয়েছে।
আরও পড়ুন-প্রবল ঔদ্ধত্যে দিল্লিবাসীকে অপমান করে চলেছেন শাহ, কেন্দ্রে সরকার গড়বে ইন্ডিয়াই : কেজরি
১১ মে এজন্য সরকারি নির্দেশ জারি করা হলেও কোনও কোনও স্কুল খোলা রাখা হয়েছিল। সোমবার রাজ্য সরকার জানিয়েছে, ৩০ জুন পর্যন্ত সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখতে হবে। এতে বিদ্যুতের চাহিদা কিছুটা কমবে বলে মনে করা হচ্ছে। তাপপ্রবাহের ফলে দিল্লিতে বিদ্যুতের চাহিদা মাত্রা ছাড়িয়েছে। দুপুরে বিদ্যুতের চাহিদা বেড়ে হয়েছে সাড়ে ৭ হাজার মেগাওয়াটেরও বেশি। এটি গত বছরের মে মাসের চাহিদা ছাড়িয়েছে। চাহিদা ও জোগানের ফারাকের জন্য জায়গায় জায়গায় লোডশেডিং করতে হচ্ছে। সুস্থ থাকার জন্য বিভিন্ন মহল থেকে নাগরিকদের পরামর্শ দেওয়া হয়েছে। তাপপ্রবাহের সঙ্গে বইছে গরম হাওয়া। রাজস্থানের ওপর দিয়ে প্রবাহিত এই হলকা হাওয়ার গতি ঘণ্টায় ২৫ থেকে ৩০ কিলোমিটার। এতে এই তাপপ্রবাহ আরও কষ্টকর হয়ে উঠেছে। দিল্লির চিড়িয়াখানা কর্তৃপক্ষ পশুদের জন্য বিশেষ ব্যবস্থা নিয়েছে। সবমিলিয়ে নির্বাচনী উত্তাপকে আপাতত হার মানাচ্ছে গ্রীষ্মের দাবদাহ।