সংবাদদাতা, নলহাটি : উচ্চমাধ্যমিকে নজরকাড়া মুস্তাফিজুর রহমান চিকিৎসক হয়ে গরিব মানুষের পাশে থাকতে চান। মঙ্গলবার অভ্যর্থনা সমাজ দর্পণ সংস্থার পক্ষ থেকে তাঁকে অভ্যর্থনা জানানো হয়। কৃতী ছাত্রটির বাড়ি নলহাটি ২ নম্বর ব্লকের ভগলদিঘি গ্রামে। ছোট থেকেই তিনি মেধাবী। গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা শুরু। একইভাবে ভগলদিঘি গ্রামের উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়াশোনা।
আরও পড়ুন-দিল্লিতে দাবদাহের লাল-সতর্কতা, ছুটি ঘোষণা স্কুলে, ভোট দিতে হবে জ্বলেপুড়ে
তারপর আল আমিন মিশনের প্রবেশিকা পরীক্ষায় সাফল্য অর্জন। মিশনের পরীক্ষায় খলতপুর মেইন ক্যাম্পাসে নবম শ্রেণি থেকে টানা চার বছর পড়াশোনা। মাধ্যমিকে ৬৬৬ নম্বর পেয়ে ভাল ফল করলেও, তা ওঁর আশানুরূপ হয়নি। এবার উচ্চমাধ্যমিকে বিজ্ঞান নিয়ে ৪৮২ নম্বর পেয়ে রাজ্যের ১৫ নম্বর স্থান দখল করে গ্রামের নাম উজ্জ্বল করলেন মুস্তাফিজুর রহমান। বাবা মহম্মদ মেরসাদ আলি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। মা রেবেকা সুলতানা গৃহবধূ। মুস্তাফিজুর নিট পরীক্ষা দিয়েছেন। ইচ্ছা ডাক্তারি নিয়ে পড়ার।