সংবাদদাতা, হলদিয়া : বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সভানেত্রী তথা হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডল মঙ্গলবার নিজের নির্বাচনী এলাকা হলদিয়ায় ভোট প্রচারে বেরিয়ে বাসিন্দাদের প্রবল বিক্ষোভের মুখে পড়েন। তিনি যে ওয়ার্ডের বাসিন্দা, সেই আট নম্বর ওয়ার্ডের কুমারচক গ্রামে এদিন বাড়ি বাড়ি ভোটের প্রচারে গিয়েছিলেন।
আরও পড়ুন-গরিবের চিকিৎসক হতে চান মেধাবী মুস্তাফিজুর
সেই সময় স্থানীয় বাসিন্দাদের বিক্ষোভের মুখে পড়েন তাপসী। ভোট চাইতে গেলে, স্থানীয় মানুষ প্রশ্ন করেন— কী উন্নয়ন করেছেন এলাকার? এতদিন কোথায় ছিলেন? স্থানীয় বাসিন্দাদের বিক্ষোভে বিজেপি কর্মী-সমর্থকরা বাধা দিতে গেলে চরম উত্তেজনার সৃষ্টি হয়। স্থানীয়দের কেউ ভিডিও করতে গেলে বিজেপির কর্মী-সমর্থকরা মোবাইল ছিনিয়ে নেয় ও ছবি তুলতে বাধা দেয় বলে অভিযোগ। তাদের আরও অভিযোগ, ভোটে জেতার পর তাপসী মণ্ডলকে এলাকার সুবিধা বা অসুবিধায় কখনও দেখা যায়নি। তিনি সাধারণ বাসিন্দাদের উন্নয়নের কথা ভাবেন না। তাঁর কয়েকজন তল্পিবাহকের স্বার্থ দেখাই এই বিধায়কের কাজ।