‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা। সমকালীন দিনে যার জন্ম, চিরদিনের জন্য যার যাত্রা, তা-ই আমাদের দিনের কবিতা।
আরও পড়ুন-সেবকের আশ্রমের ঘটনায় রাজনীতির সম্পর্ক নেই : মুখ্যমন্ত্রী
স্বপ্ন দেখা
স্বপ্ন দেখা ভালো
সর্বদা দেবদূতের।
স্বপ্ন যেন নৈশাতঙ্কে
পরিণত না হয়।
সব স্বপ্ন দেখতে দেখতে
স্বপ্ন যদি হারিয়ে যায়
স্বপ্নলোভের সরণিতে।
তবে ধরাশায়ী
হয়ে লুটিয়ে পড়বে
স্বপ্ন স্বপ্নাতঙ্কে!
ব্রহ্মদৈত্যরাও স্বপ্ন দেখে
দেখে যাও,
রাবণের স্বপ্নও লঙ্কাজয় ছিল
স্বপ্ন কিন্তু হয়েছিল ভগ্ন
ভঙ্গুর অমানিশার পথ ধরে।
কাঠবেড়ালিও স্বপ্ন দেখে,
ওদের স্বপ্নও জয়ী হয়
তবে ব্রহ্মদৈত্যর নয়।
ভ্রমরও স্বপ্ন দেখে
গুনগুন করে ধরে কলি
অলির কথা শুনে
চমকে যায় স্বপ্ন দিশা।
দ্যাখো না স্বপ্ন সবাই।
আমাদেরও তো স্বপ্ন আছে
তোমাদের বিদায় জানানোর।
উপস্থিত থাকব
অন্তত একদিন।
সবার মতো
সবার সাথে লালকেল্লায়
কোনোদিনও যাওয়া হয়নি
সাক্ষী থাকতে চাই
অন্তত একবার সবার সাথে,
এসো স্বপ্ন দেখি।