প্রতিবেদন : যে কোনও বিজ্ঞাপনের লক্ষ্মণরেখা থাকা উচিত। বুধবার বিজেপিকে নিজের এক্তিয়ার বোঝাল হাইকোর্টের (Calcutta High Court) ডিভিশন বেঞ্চ। বিজেপির বিজ্ঞাপনী মামলা নিয়ে সিঙ্গল বেঞ্চের রায়ে হস্তক্ষেপ করল না ডিভিশন বেঞ্চ। পুনরায় এ-বিষয়ে সিঙ্গল বেঞ্চে আর্জি জানাতে পারে বিজেপি বলেও এদিন জানিয়েছে প্রধান বিচারপতি শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ। ওই মামলায় বুধবার সিঙ্গল বেঞ্চের নির্দেশই বহাল রাখল কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) ডিভিশন বেঞ্চ।
প্রথমে, ভোট ঘিরে সংবাদপত্র এবং টিভি-মাধ্যমে বিজেপির দেওয়া বিজ্ঞাপন নিয়ে প্রশ্ন তুলে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছিল তৃণমূল। কিন্তু কমিশন কোনও পদক্ষেপই করেনি। এরপরই বিজেপির জোড়া বিজ্ঞাপনে আপত্তি তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল তৃণমূল। সোমবার এই মামলার শুনানিতেই বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য স্পষ্ট নির্দেশ দেন, বিজেপি আপাতত এই বিজ্ঞাপন দুটি দেখাতে পারবে না। সিঙ্গল বেঞ্চের ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে আর্জি জানিয়েছিল বিজেপি। যদিও মামলা খারিজ করে ফের সিঙ্গল বেঞ্চেই ফেরত পাঠিয়েছে ডিভিশন বেঞ্চ।