প্রতিবেদন: লাগাতার বেড়ে চলেছে পেট্রোপণ্যের মূল্য। বিকল্প ব্যবস্থা হিসাবে গ্যাসে যানবাহন চালানোর কথা আগেই ভেবেছে রাজ্য সরকার। এই বিষয় নিয়ে আগামী ১৭ নভেম্বর বুধবার বাস মালিকদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম।
ইতিমধ্যেই সিএনজি চালিত অটো সাফল্য পেয়েছে। বিদ্যুৎচালিত বাসও চলছে। এবার সিএনজিতে বাস চালানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। বৈঠকে মূলত এই বিষয়টি নিয়েই আলোচনা হবে বলে সূত্রের খবর। বাস মালিকদের একাংশ নতুন পরিকল্পনা বাস্তবায়নের আগে ভাড়া বৃদ্ধির আবেদন জানিয়েছিল।
আরও পড়ুন-যত ভাবনা বাংলা নিয়ে !
কিন্তু বাসভাড়া বৃদ্ধি হবে না বলেও জানিয়ে দেওয়া হয় তাঁদের। পট্রোপণ্যের দামবৃদ্ধির কারণে বাস মালিকদের কপালে চিন্তার ভাঁজ। বাস কেন কম চলছে তা জানতে তাঁদের সরকারের তরফে চিঠিও দেওয়া হয়। সব সংগঠন চিঠি দিয়ে তাদের অবস্থানও জানিয়েছে। এবার বৈঠকে পুরো বিষয়টি নিয়ে আলোচনা হবে। মন্ত্রী বলেন, ‘‘বৈঠকে বাস মালিকদের সমস্ত সমস্যার কথা শুনব।’’