জয়পুর, ১৩ নভেম্বর : বরাবরই নিজের কাজটা নিঃশব্দে করে এসেছেন। টিম ইন্ডিয়ার কোচ হওয়ার পরেও কোনও বদল হয়নি রাহুল দ্রাবিড়ের। বরং টি-২০ বিশ্বকাপ থেকে ভারতীয় দল ছিটকে যাওয়ার পরেই ব্যক্তিগতভাবে বিরাট কোহলি, রোহিত শর্মা-সহ প্রতিটি ক্রিকেটারকে ফোন করেছিলেন দ্রাবিড়। প্রত্যেকের শারীরিক এবং মানসিক অবস্থা জানতে চেয়ে উদ্দীপ্ত করেছিলেন পরবর্তী লড়াইয়ের জন্য। প্রয়োজনে ক্রিকেটাররা যে বিশ্রাম নিতে পারেন, সেটাও বিরাটদের পরিষ্কার করে জানিয়ে রেখেছিলেন দ্রাবিড়।
আরও পড়ুন-আগ্রাসী ব্যাটিংয়েই আস্থা অস্ট্রেলিয়ার
এখানেই শেষ নয়, ক্রিকেটাররা কোচ হিসেবে তাঁর কাছ থেকে ঠিক কী প্রত্যাশা করছেন, তাও প্রত্যেকের কাছে জানতে চান। পাশাপাশি তিনি নিজে কী চান, তা নিয়ে প্রাথমিকভাবে আলোচনা সেরে নেন। বোর্ড সূত্রে আরও জানা গিয়েছে, ক্লান্ত ক্রিকেটারদের মানসিক ও শারীরিকভাবে তরতাজা করে তোলার জন্য জাতীয় দলে রোটেশন নীতি চালু করতে চলেছেন দ্রাবিড়। যার প্রাথমিক ছাপ পাওয়া গিয়েছে নিউজিল্যান্ডের বিরুদ্ধে আসন্ন টি-২০ এবং টেস্ট সিরিজের দল নির্বাচনে। যেহেতু কোন কোন ক্রিকেটার বিশ্রাম নিতে চান, সেটা তাঁর কাছে আগেই স্পষ্ট হয়ে গিয়েছিল, তাই কোনও সমস্যা হয়নি।
আরও পড়ুন-Bus Issue: সিএনজিতে বাস চালানোর উদ্যোগ
দ্রাবিড় যেভাবে অঙ্ক কষে এগোতে চাইছেন, তাতে খুশি বোর্ড কর্তারাও। এই প্রসঙ্গে, নাম প্রকাশে অনিচ্ছুক এক বোর্ড কর্তার বক্তব্য, ‘‘দীর্ঘদিন ধরে বায়ো বাবলে থাকার জন্য ক্রিকেটাররা যে মানসিক ভাবে প্রচণ্ড ক্লান্ত, সেটা কারও অজানা নয়। এদিকে, চলতি বছরের শেষ দিকে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে দল। তার আগে সিনিয়র ক্রিকেটাররা যাতে মানসিক এবং শারীরিকভাবে সম্পূর্ণ ফিট হয়ে ওঠে, সেদিক বাড়তি নজর দিচ্ছে দ্রাবিড়। কারণ দক্ষিণ আফ্রিকা সফরে পূর্ণশক্তির দল নিয়ে যাওয়াই ওর লক্ষ্য।’’